কুনো ন্যাশনাল পার্কে তিন নতুন অতিথি

- আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 7
ভোপাল, ২৩ জানুয়ারি: নতুন অতিথি কুনো ন্যাশনাল পার্কে। মঙ্গলবার মধ্যপ্রদেশের কুনো পার্কে নতুন তিন শাবকের জন্ম দিয়েছে নামিবিয়ার চিতা জওয়ালা ওরফে সিয়ায়া। ২ জানুয়ারি ‘আশা’ নামের আরও একটি চিতা তিন শাবকের জন্ম দিয়েছে। তার ২০ দিনের মাথায় জওয়ালা তিনটি শাবকের জন্ম দিল। এই খুশির সংবাদ জানিয়েছেন খোদ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে সদ্যোজাত শাবকদের একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। মন্ত্রী লিখেছেন, “কুনোর নতুন শাবক! নামিবিয়ার ‘জওয়ালা’ নামের একটি চিতা তিনটি শাবকের জন্ম দিয়েছে। গত ২০ দিন আগে নামিবিয়ার আরও একটি চিতা ‘আশা’ তিন শাবকদের জন্ম দিয়েছে। তার কয়েক সপ্তাহ পরে জওয়ালা তিনটি সাবকের জন্ম দিয়েছে। দেশের সমস্ত বন্যপ্রাণী অগ্রণী যোদ্ধা এবং বন্যপ্রাণী প্রেমীদের অভিনন্দন। ভারতের বন্যপ্রাণ সমৃদ্ধি লাভ করুক।” প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিনে সাতটি নামিবিয়ান চিতার নিয়ে আসা হয়েছিল। সেই সাতটি চিতার মধ্যে ছিল নামিবিয়ার ‘জওয়ালা’। তাকে কুনো ন্যাশনাল পার্কে নিয়ে আসার পর দ্বিতীয়বার শাবকের জন্ম দিয়েছে।