ভারতীয় ক্রিকেটে বর্ণবিদ্বেষের অভিযোগ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

- আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক : এবার ভারতীয় ক্রিকেটে বর্ণবিদ্বেষের ঘটনা ফাঁস করলেন প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। তিনি জানিয়েছেন, গায়ের কালো রংয়ের কারণে নিজের দেশের ক্রিকেটে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।
রীতিমতো বোমা ফাটিয়ে টুইটারে শিবরামকৃষ্ণণ লেখেন, ‘সত্যি বলতে, আমি সারা জীবন ধরে গায়ের রংয়ের কারণে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছি। তবে এটা নিয়ে আমি আর চিন্তিত নই। বলতে খারাপ লাগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো
আমাদের দেশেও একইভাবে বর্ণবিদ্বেষ রয়ে গিয়েছে।’ ক’দিন আগে ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক এই বর্ণবিদ্বেষের অভিযোগে কাঠগড়ায় তুলেছিলেন ইংল্যান্ডের একাধিক তারকা ক্রিকেটারদের।
যে তালিকায় মাইকেল ভন, অ্যালেক্স হেলসের নাম ছিল। সেই ঘটনা সবার সামনে আসায় উত্তাল হয়ে ওঠে ইংল্যান্ডের ক্রিকেট। যার জেরে খোদ মাইকেল ভনকে অ্যাশেজ সিরিজে ধারাভাষ্যকারের তালিকা থেকে সরানো হয়েছে। যদিও চাপে পড়ে হেলসের পাশাপাশি মাইকেল ভনও ক্ষমা চেয়েছেন রফিকের কাছে। ঠিক সেই আবহে এবার ভারতীয় ক্রিকেটে বর্ণবিদ্বেষের প্রভাব রয়েছে বলে দাবি করলেন শিবরামকৃষ্ণণ।