পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার থেকে ল্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’। এরপরেই রাতারাতি বদলে গেল রাস্তার নাম। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন সময় মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘এবার থেকে ল্যান্সডাউন প্লেস প্রতুল মুখোপাধ্যায় সরণি হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। পুরসভার রোড রিনেমিং কমিটি সরকারিভাবে রাস্তার নাম বদল করে দিয়েছে।’
আন্তর্জাতিক ভাষা দিবসে দেশপ্রিয় পার্কের মঞ্চে থেকেই রাস্তার নাম বদলের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘প্রতি বার এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এবার নেই ‘প্রতুলদা’। তবে না থেকেও তিনি রয়ে গিয়েছেন। তাই এখন থেকে ল্যান্সডাউন প্লেসের নাম হবে প্রতুল মুখোপাধ্যায় সরণি।’’ এরপরেই বদল হয়ে গেল রাস্তার নাম। ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তারপর আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা আর হল না। ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রীও। ভাষা দিবসের অনুষ্ঠানে তিনি কিংবদন্তি শিল্পীকে স্মরণ করেছিলেন। আর এবার বিধানসভায় দাঁড়িয়ে ল্যান্সডাউন প্লেসের নাম ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ হতে চলেছে বলে জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।