পুবের কলম ওয়েবডেস্ক: এক দিনের সফরে ইরানে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি এক বিবৃতিতে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে ইরান ও রাশিয়ার মধ্যে চলমান আলাপ,আলোচনার মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই সফর করবেন।
শনিবার মুখপাত্র বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রুশ ফেডারেশনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে অব্যাহত আলোচনার মধ্যে চলতি সপ্তাহে তেহরান সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।বাকাই আরও বলেন, ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করবেন।