১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামার বোতাম খোলা রাখার অপরাধে ৬ মাসের কারাদণ্ড আইনজীবীর

চামেলি দাস
  • আপডেট : ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্ক: আইনজীবীর পোশাক ছাড়া এবং শার্টের বোতাম খোলা অবস্থায় আদালতে হাজির হওয়ার অপরাধে স্থানীয় এক আইনজীবীকে ছয় মাসের কারাদণ্ড দিল এলাহাবাদ হাইকোর্ট। স্থানীয় ওই আইনজীবীর নাম অশোক পাণ্ডে। ২০২১ সালের আদালত অবমাননার একটি মামলায় এই রায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিহারে বজ্রপাতে ৬১ জনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ ও ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

বিচারপতি বিবেক চৌধুরী এবং বিআর সিংয়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি ২০০০ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে আরও একমাসের হাজত বাসের নির্দেশ। আইনজীবী পাণ্ডেকে লখনউয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণের জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট এবং লখনউ বেঞ্চে তাঁকে কেন নিষিদ্ধ করা হবে না, তার কারণ জানতে চেয়ে নোটিস জারি করা হয়েছে। ১ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

২০২১ সালের ১৮ আগস্ট পাণ্ডের বিরুদ্ধে অনুপযুক্ত পোশাক পরে আদালতে হাজির হওয়ার অভিযোগ ওঠে। বিচারকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও করা হয়। বিচারকদের গুন্ডা বলে অভিহিত করা হয় বলেও অভিযোগ ওঠে। স্বতঃপ্রণোদিত অবমাননার মামলা দায়ের করা হয়। এর আগে ২০১৭ সালে তার বিরুদ্ধে হাইকোর্টে ঢোকার উপরে দুই বছরের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামার বোতাম খোলা রাখার অপরাধে ৬ মাসের কারাদণ্ড আইনজীবীর

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আইনজীবীর পোশাক ছাড়া এবং শার্টের বোতাম খোলা অবস্থায় আদালতে হাজির হওয়ার অপরাধে স্থানীয় এক আইনজীবীকে ছয় মাসের কারাদণ্ড দিল এলাহাবাদ হাইকোর্ট। স্থানীয় ওই আইনজীবীর নাম অশোক পাণ্ডে। ২০২১ সালের আদালত অবমাননার একটি মামলায় এই রায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিহারে বজ্রপাতে ৬১ জনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ ও ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

বিচারপতি বিবেক চৌধুরী এবং বিআর সিংয়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি ২০০০ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে আরও একমাসের হাজত বাসের নির্দেশ। আইনজীবী পাণ্ডেকে লখনউয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণের জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট এবং লখনউ বেঞ্চে তাঁকে কেন নিষিদ্ধ করা হবে না, তার কারণ জানতে চেয়ে নোটিস জারি করা হয়েছে। ১ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

২০২১ সালের ১৮ আগস্ট পাণ্ডের বিরুদ্ধে অনুপযুক্ত পোশাক পরে আদালতে হাজির হওয়ার অভিযোগ ওঠে। বিচারকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও করা হয়। বিচারকদের গুন্ডা বলে অভিহিত করা হয় বলেও অভিযোগ ওঠে। স্বতঃপ্রণোদিত অবমাননার মামলা দায়ের করা হয়। এর আগে ২০১৭ সালে তার বিরুদ্ধে হাইকোর্টে ঢোকার উপরে দুই বছরের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।