বইয়ের ভেতর লাইব্রেরি!

- আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ লাইব্রেরিতে থাকে বই। কিন্তু বইটি যদি হয় লাইব্রেরি? দুবাইয়ে বইয়ের ভেতরে রয়েছে লাইব্রেরি! ঐতিহাসিক গ্রাম আল জাদ্দাফের মধ্যমণি এখন ৭ তলা এ গ্রন্থাগার। আমিরশাহীর প্রধানমন্ত্রী রশিদ আল মাখতুমের নামে লাইব্রেটির নামকরণ হয়েছে ‘বিন রশিদ লাইব্রেরি’। পৃথিবীর চোখ ধাঁধানো সব আবিষ্কার যেন দুবাইয়ের দখলেই। বিশ্ববাসীর বিস্ময়ের দরজায় প্রথম ধাক্কা দিয়েছিল বুর্জ আল-খলিফা। সেই থেকে শুরু। এবার বই আকৃতির এক বিরাট লাইব্রেরি বানিয়ে স্থাপত্যশিল্পের জগতে আরও একটি মাইলফলক তৈরি করল দুবাই। লাইব্রেরিতে ১০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ আসবে ছাদে বসানো সোলার প্যানেল থেকে। ১৬ জুন থেকে জনসাধারণের জন্য খুলে গিয়েছে এটি। লাইব্রেরিটি একটি কাঠের স্ট্যান্ডের আকারে ডিজাইন করা হয়েছে। দেখতে রেহালের মতো। এর মোট আয়তন ৫৪ হাজার বর্গমিটার। লাইব্রেরির ভেতরে রয়েছে আরবি ও বিদেশি ভাষার ১১ লক্ষেরও বেশি মুদ্রিত এবং ডিজিটাল বই। থাকবে ৬০ লক্ষেরও বেশি গবেষণামূলক প্রবন্ধ, ৭৫ হাজার ভিডিয়ো ও ১৩ হাজার নিবন্ধ। এ ছাড়াও আর্কাইভে রয়েছে ৩২৫ বছরের বেশি সময়ের পাঁচ হাজারেরও বেশি ঐতিহাসিক প্রিন্ট এবং ডিজিটাল জার্নাল।