বীরভূমে বজ্রাঘাতে মৃত তিন, আহত এক
- আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
- / 14
কৌশিক সালুই, বীরভূমঃ বজ্রপাতে মৃত্যু হল তিনজনের ঘটনায় আহত আরো একজন মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে বীরভূমের মহঃবাজারে। নিহত ব্যক্তিদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং যখম মহিলার চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তিরা হলেন প্রহ্লাদ মন্ডল বয়স 50 বাড়ি খড়িয়া গ্রামে আনন্দ কর্মকার বয়স 47 বছর বাড়ি শ্রীকান্তপুর এবং তহীদ আনসারী বয়স 46 বছর বাড়ি গোপালনগর গ্রামে। প্রহ্লাদ মন্ডল পেশায় মাংস বিক্রেতা এদিন চাষের কাজ সেরে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন ঝড় বৃষ্টি শুরু হল বজ্রপাতে তার মৃত্যু হয় অন্যদিকে শ্রীকান্তপুর মরে আনন্দ কর্মকারের কামার সাল আছে একটি গাছের নিচে। ঝড় বৃষ্টি শুরু হলে সেই গাছের উপর বজ্রপাত হয় গাছ ভেঙে পড়ে আনন্দ কর্মকার এবং তহীদ আনসারীর মৃত্যু হয় বরাতজোরে বেঁচে যায় আনন্দ কর্মকারের ভাই সদানন্দ। এছাড়া মহঃবাজার পঞ্চায়েতের কুলিয়া গ্রামে একটি বাড়িতে বাজ পড়লে আহত হন এক মহিলা।