০৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

চামেলি দাস
  • আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 39

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রদেশ সরকার। উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর এবং মাইহার-সহ ১৯টি ধর্মীয় স্থান এবং এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনাকে “মাদকাসক্তি থেকে মুক্তির জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ” হিসাবে বর্ণনা করেছেন। ২৪ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়।

আরও খবর: অস্বাভাবিক গরম পড়তে পারে খবর আবহাওয়া দফতরের

সূত্রের খবর, উজ্জয়িন, ওমকারেশ্বর, মহেশ্বর, মণ্ডেলেশ্বর, ওরছা, মাইহার, চিত্রকূট, দাতিয়া, পান্না, মণ্ডলা, মুলতাই, মন্দসৌর এবং অমরকন্টক পুরসভা অঞ্চল এবং সালকানপুর, কুণ্ডলপুর, বন্দকপুর, বর্মণকলন, বর্মণখুর্দ এবং লিঙ্গা পঞ্চায়েত এলাকায় সমস্ত মদের দোকান এবং বার বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। বিজেপি সরকার এই ১৯টি শহর এবং গ্রামাঞ্চলকে ‘সম্পূর্ণ পবিত্র’ বলে ঘোষণা করেছে।  মঙ্গলবার থেকে যে সব ধর্মীয় স্থানে মদের উপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, সেগুলি পৌর কর্পোরেশন, অর্ধ ডজন পৌর-পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত জুড়ে বিস্তৃত। এর মধ্যে, উজ্জয়িনীতে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত বিখ্যাত মহাকাল মন্দির রয়েছে। অন্যদিকে অমরকণ্টক হল নর্মদা নদীর উৎপত্তিস্থল, যা রাজ্যের জীবনরেখা হিসাবে পরিচিত।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রদেশ সরকার। উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর এবং মাইহার-সহ ১৯টি ধর্মীয় স্থান এবং এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনাকে “মাদকাসক্তি থেকে মুক্তির জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ” হিসাবে বর্ণনা করেছেন। ২৪ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়।

আরও খবর: অস্বাভাবিক গরম পড়তে পারে খবর আবহাওয়া দফতরের

সূত্রের খবর, উজ্জয়িন, ওমকারেশ্বর, মহেশ্বর, মণ্ডেলেশ্বর, ওরছা, মাইহার, চিত্রকূট, দাতিয়া, পান্না, মণ্ডলা, মুলতাই, মন্দসৌর এবং অমরকন্টক পুরসভা অঞ্চল এবং সালকানপুর, কুণ্ডলপুর, বন্দকপুর, বর্মণকলন, বর্মণখুর্দ এবং লিঙ্গা পঞ্চায়েত এলাকায় সমস্ত মদের দোকান এবং বার বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। বিজেপি সরকার এই ১৯টি শহর এবং গ্রামাঞ্চলকে ‘সম্পূর্ণ পবিত্র’ বলে ঘোষণা করেছে।  মঙ্গলবার থেকে যে সব ধর্মীয় স্থানে মদের উপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, সেগুলি পৌর কর্পোরেশন, অর্ধ ডজন পৌর-পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত জুড়ে বিস্তৃত। এর মধ্যে, উজ্জয়িনীতে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত বিখ্যাত মহাকাল মন্দির রয়েছে। অন্যদিকে অমরকণ্টক হল নর্মদা নদীর উৎপত্তিস্থল, যা রাজ্যের জীবনরেখা হিসাবে পরিচিত।