পুবের কলম, ওয়েবডেস্ক: মরুদেশে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একদিকে সেমিতে ওঠার লড়াই রোহিতদের , অন্যদিকে টিকে থাকার লড়াই রিজওয়ানদের। কে হাসবে শেষ হাসি? অপেক্ষা শুধু সময়ের। দেখে নিন ভারত-পাক মহারণের লাইভ আপডেট
♦ বাবর আজামের পর এবার আউট ইমাম উল হক, অক্ষর প্যাটেল রান আউট করলেন
♦ দুই উইকেট পড়ল। রান আউট ইমাম
♦ আউট বাবর। বাবরকে আউট করলেন হার্দিক। তার আগেই ৪ মেরেছিলেন বাবর। হার্দিক নিলেন উইকেট, ক্যাচ নিলেন রাহুল। ৮.২ ওভারে পাকিস্তান ১ উইকেটে ৪১।
♦ বোলিং করতে এলেন হার্দিক পাণ্ডিয়া, সপ্তম ওভারে তিনি দিলেন পাঁচ রান। বাবর আজম কভারের দিক থেকে একটা বাউন্ডারি মারলেন
♦ ৭ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ৩১
♦ ৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ২৬ রান
♦ শামি চোট পাওয়ায় মাঠের বাইরে গেছেন। শামির গোড়ালিতে কোনও সমস্যা হয়েছে, তাই ফিজিও মাঠে এসে দেখলেন।
♦ চতুর্থ ওভার করলেন হর্ষিত রানা, দিলেন চার রান। বাবর আজম দুটি চার মারলেন। আইসিসি ইভেন্টে ১০০০ রান করে ফেললেন বাবর আজম। একটি মিড অনের দিকে চার মারেন বাবর, অপর বাউন্ডারি আসে কভার ড্রাইভে।