প্রেমিকা হত্যা: ২০ বছর পর জেলমুক্ত আদনান
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্ক: প্রাক্তন প্রেমিকা হত্যায় সাজাপ্রাপ্ত আদনান সৈয়দকে ২০ বছর পর কারাগার থেকে মুক্তি দিয়েছে আমেরিকার এক আদালত। ১৯৯৯ সালে মেরিল্যান্ডের বাল্টিমোরের একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন আদনান। সে সময় তার প্রাক্তন প্রেমিকা হে মিন লিকে শ্বাসরোধ করে হত্যা করার জন্য তিনি দোষী সাব্যস্ত হন। ঘটনাটি আমেরিকায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সোমবার মেরিল্যান্ডের এক বিচারক এই মামলায় নতুন করে বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করেছেন এবং আদনানকে মুক্ত ঘোষণা করেন। প্রসিকিউটররা জানান, ওই হত্যাকাণ্ডে সম্ভাব্য আরও দু’জন সন্দেহভাজন ছিলেন। তারা কেউ আদালতে জবানবন্দি দেননি। আদনানের বয়স এখন ৪২ বছর। তিনি এ মামলার শুরু থেকেই বলে আসছিলেন, তিনি নির্দোষ। সোমবার বাল্টিমোরের সার্কিট কোর্টের বিচারক মেলিসা ফিন আদনানকে কারাগার থেকে মুক্তি দেন এবং নিজ বাড়িতে ‘বন্দি’ থাকার নির্দেশ দেন। এ সময় তিনি প্রসিকিউটরদের নতুন করে বিচার বা মামলা খারিজের জন্য ৩০ দিন সময় বেঁধে দেন। প্রসিকিউটররাও বলেছেন, আদনানকে কারাগার থেকে মুক্তি দেওয়া উচিত। কারণ, তিনি দুই দশক জেলে কাটিয়েছেন। এ ঘটনায় অবশ্য হে মিন লি-র পরিবার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে।