পুবের কলম প্রতিবেদক: এই বছরের জন্য বাজেট পেশ করলেন পুরনিগমের মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নয়া পুর-বাজেটে রইল একাধিক চকম। একদিকে কাউন্সিলরদের জন্য এলাকা উন্নয়ন তহবিলে যেমন টাকা বাড়ানো হয়েছে, একইসঙ্গে অন্যান্য ক্ষেত্রেও বরাদ্দ বৃদ্ধি করেছেন মেয়র। বৃহস্পতিবার কলকাতা পুরনিগমের বাজেট পেশ করে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ২ থেকে ৩ কাঠা জমির উপর বাড়ি তৈরির ক্ষেত্রে নকশা অনুমোদন ফি ৫০ শতাংশ কমানো হল। এ দিনের বাজেটে কাউন্সিলরদের এলাকা উন্নয়ন খাতে বরাদ্দ বেড়ে ১৫ থেকে ২০ লক্ষ টাকা করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে বোরো ফান্ডও। আগে বরো ফান্ড ছিল ২৫ লক্ষ, নতুন করে বাড়িয়ে করা হয়েছে ৩০ লক্ষ টাকা।
কলকাতা পুরনিগমের ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করা হয় বৃহস্পতিবার। দেখা গেছে, গতবারের তুলনায় কিছুটা বেড়ে ঘাটতি হয়েছে ১১৪.৭২ কোটি টাকা, যা প্রায় ২.৭২ কোটি টাকা অতিরিক্ত। ২০২৪-২৫ অর্থবর্ষে সংশোধিত আয়ের তুলনায় আয় বেড়ে দাঁড়ায় ৫৫২৪.৮৪ কোটি টাকা হয়েছে। একইভাবে গত অর্থবর্ষে ব্যয়ের পরিমাণ ছিল ৩৬৫৭.১৪ কোটি টাকা। এবারের নয়া বাজেটে ব্যয় হচ্ছে ৫৬৩৯.৫৬ কোটি টাকা।
বাজেট অধিবেশনে ফিরহাদ জানান, সম্পত্তি করের ক্ষেত্রে আয় বেড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের ৮ ডিসেম্বর পর্যন্ত সম্পত্তি কর থেকে সংগৃহীত আয়ের পরিমাণ ৯৪৪ কোটি টাকা। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে সম্পত্তি কর আদায়ের পরিমাণ ছিল ১২১০ কোটি টাকা। আর ২০২৫-২৬ অর্থবর্ষে সম্পত্তি কর সংগ্রহের পরিমাণ আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ১৫৮১.৩৩ কোটি টাকা। আসন্ন অর্থবর্ষে ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ কোটি টাকা এবং কার পার্কিংয়ের জন্য ২১ কোটি টাকা রাখা হয়েছে।