লুকমন আনসারি ঘটনার পুনরাবৃত্তি মহারাষ্ট্রে, ‘গো-রক্ষক’দের হাতে পিটিয়ে খুন মুসলিম যুবক

- আপডেট : ২৬ জুন ২০২৩, সোমবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: গো রক্ষকের নামে ‘খুনি বাহিনী’র হাতে পর পর পিটিয়ে খুনের ঘটনায় খবরের শিরোনামে বিজেপি শাসিত রাজ্যগুলি। রাজনীতির ছত্রছায়ার আড়ালে নিজেদের ‘গো-রক্ষক’ বলে দাবি করে আইন নিজের হাতে তুলে নিয়ে নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তারা। ‘গো-রক্ষক’কারিদের তাণ্ডবে ভয়ে সিঁটিয়ে থাকছে একশ্রেণির সম্প্রদায়। রাজনৈতিক চাপে পুলিশ অনেক সময় এক্ষেত্রে যথার্থ বিচারের পরিবর্তে দলদাস হয়ে কাজ করতে বাধ্য হচ্ছে।
বেশ কয়েকদিন আগেই গো রক্ষকের নামে ‘খুনি বাহিনী’র হাতে বেধড়ক মার খেয়ে মহারাষ্ট্রে মৃত্যু হয় ২৩ বছরের যুবক লুকমন আনসারির। সেই খবরের রেশ কাটতে না কাটতেই ফের সেই একই নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হল এক মুসলিম যুবকের। আহত অপরজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুইক্ষেত্রেই ঘটনার জায়গা সেই মহারাষ্ট্র।
পুলিশ সূত্রে খবর, মৃত ৩২ বছরের যুবকের নাম আফান আনসারি। ২৪ বছর বয়সি নাসির কুরেশি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। দুজকেই ধামনগাঁও এসএমবিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা জানান, দেহে একাধিক আঘাতের কারণে আফান আনসারির মৃত্যু হয়েছে। কুরেশির অভিযোগের ভিত্তিতে ঘোটি থানার পুলিশ হত্যার মামলায় ১১ জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। মাংসের নমুনাগুলি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আফান আনসারি ও নাসির কুরেশি মুম্বাইয়ের কুরলা এলাকা দিয়ে গরুর মাংস নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় প্রায় ১০-১৫ জন তাদের দিকে স্টিলের রড, কাঠের মোটা লাঠি নিয়ে তেড়ে আসে। দুই মুসলিম যুবকের উপর চড়াও হয় তারা। এলোপাথাড়ি মারতে থাকে তথাকথিত ‘গো-রক্ষক’ বাহিনী।
http://বিজেপিশাসিত মহারাষ্ট্রে গো-হামলাকারিদের নির্যাতনে মৃত্যু মুসলিম যুবকের
পুলিশ জানিয়েছে, গত দু’ সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় পিটিয়ে খুনের ঘটনা। বেশ কিছুদিন আগেই নাসিকে ইগতপুরীর ঘাটনদেবীতে খুন হন লুকমন আনসারি। সেই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃত সকলেই রাষ্ট্রীয় বজরং দলের সদস্য বলে জানা যায়।