BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক: শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য নয়া নির্দেশিকা দিল মধ্য শিক্ষা পর্ষদ

রিপোর্টার:
  • শেষ আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

পুবের কলম ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই মধ্যশিক্ষা পর্ষদের নয়া নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক চলাকালীন ছুটি পাবেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ছুটির আবেদন করতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত।

বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাতে বলা হয়েছে, যে স্কুলগুলিকে পরীক্ষাকেন্দ্র হিসাবে বাছাই করা হয়েছে, সেই স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপযুক্ত কারণ ছাড়া ছুটি পাবেন না। কেবলমাত্র সন্তান মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে ছুটি পাওয়া যাবে। সে ক্ষেত্রে, সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড-সহ যাবতীয় নথি প্রমাণ হিসাবে জমা দিতে হবে। মা এবং বাবার মধ্যে দু’জনেই যদি শিক্ষক বা শিক্ষাকর্মী হন, তা হলে ছুটি নিতে পারবেন কেবল এক জন। পরীক্ষা শুরুর অন্তত তিন সপ্তাহ আগে ছুটির আবেদন করতে হবে। সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী, এমন কোনও শিক্ষক যদি ছুটি না নেন, তা হলে তাঁকে প্রশ্নপত্র খোলা, বিতরণ করা কিংবা পরীক্ষকের দায়িত্ব দেওয়া যাবে না।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder