মহামেডান স্পোটিংয়ের ইফতারে তারকাদের হাট
ইমামা খাতুন
- আপডেট :
১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: পায়ে পায়ে ১৩২ বছর পার করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। পুরনো তাবু ভেঙ্গে তৈরি হয়েছে নবনির্বিত ক্লাব তাবু। আর সেই তাবুতে তারকাদের ভিড়। কে নেই সেখানে? ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত বিশ্বাস, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সবাই ঘুরে গেলেন নবনির্মিত মহামেডানের ক্লাব তাবু।
তবে ক্লাব তাঁবু নয়, উদ্দেশ্য ছিল দাওয়াত এ ইফতার পার্টিতে অংশগ্রহণ। বৃহস্পতিবার ২১ রমজানের দিন আয়োজন করা হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের দাওয়াত এ ইফতার। নিজস্ব মাঠেই এই দাওয়াত এ ইফতারের আয়োজন করল মহামেডান স্পোর্টিং ক্লাব। ছিলেন ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি, সচিব ইশতিয়াক আহমেদ রাজু, লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা তাপস রায়, রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগানের স্বপন বন্দ্যোপাধ্যায়, মহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, মহামেডান ফুটবল টিমের কোচ মেহরাজউদ্দিন, বর্তমান ফুটবল টিমের বহু খেলোয়াড় এবং আরো অনেকে।
ইফতারকে সামনে রেখে তারকাদের হাটে দারুন সম্প্রীতির চিত্র ধরা পরল মহামেডান মাঠে। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, ‘আমি চাই মহামেডান স্পোর্টিং আই এস এল খেলুক। আর শীর্ষে গিয়ে শেষ করুক।’ ইফতার শেষে পরবর্তী মরশুমের জন্য আরো ভালো দল গড়ার অঙ্গীকার করলেন ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি।