১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লতার স্মরণে স্মৃতিসৌধ তৈরি করবে মহারাষ্ট্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রয়াত  লতা মঙ্গেশকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। মুম্বইয়ে  সুর সম্রাজ্ঞী লতার স্মৃতিসৌধ নির্মাণ করা হবে বলে জানা গেছে। বুধবার মন্ত্রিসভার তরফে এমনই জানানো হয়েছে। কিংবদন্তী শিল্পীর স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করতে খরচ পড়বে ১২০০ কোটি টাকা। এটি একটি আন্তর্জাতিক স্তরের মিউজিক অ্যাকাডেমি যা মুম্বইয়ের কালিনায় ২.৫ একর জুড়ে নির্মাণ করা হবে।

শিবাজি পার্কে যেখানে লতা মঙ্গেশকরকে দাহ করা হয়েছিল, সেখানে সুর-সম্রাজ্ঞীর স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি করেছিল বিজেপি। যদিও, মহারাষ্ট্রেক শাসকদল শিবসেনার মতে, এই ইস্যুতে কোনও রাজনীতি করা উচিত নয়।

৬ ফেব্রুয়ারি, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তীর শিল্পীকে জানান প্রধানমন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, থেকে অভিনেতা শাহরুখ খান সহ একাধিক তারকা। পরিবারের তরফ থেকে আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, সহ বাকি সদস্যরা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লতার স্মরণে স্মৃতিসৌধ তৈরি করবে মহারাষ্ট্র

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রয়াত  লতা মঙ্গেশকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। মুম্বইয়ে  সুর সম্রাজ্ঞী লতার স্মৃতিসৌধ নির্মাণ করা হবে বলে জানা গেছে। বুধবার মন্ত্রিসভার তরফে এমনই জানানো হয়েছে। কিংবদন্তী শিল্পীর স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করতে খরচ পড়বে ১২০০ কোটি টাকা। এটি একটি আন্তর্জাতিক স্তরের মিউজিক অ্যাকাডেমি যা মুম্বইয়ের কালিনায় ২.৫ একর জুড়ে নির্মাণ করা হবে।

শিবাজি পার্কে যেখানে লতা মঙ্গেশকরকে দাহ করা হয়েছিল, সেখানে সুর-সম্রাজ্ঞীর স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি করেছিল বিজেপি। যদিও, মহারাষ্ট্রেক শাসকদল শিবসেনার মতে, এই ইস্যুতে কোনও রাজনীতি করা উচিত নয়।

৬ ফেব্রুয়ারি, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তীর শিল্পীকে জানান প্রধানমন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, থেকে অভিনেতা শাহরুখ খান সহ একাধিক তারকা। পরিবারের তরফ থেকে আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, সহ বাকি সদস্যরা।