পড়ুয়াদের মাতৃত্বকালীন ছুটি দেবে কেরলের মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়
ইমামা খাতুন
- আপডেট :
২৫ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্কঃ শুধু চাকরিজীবীরা নয় এবার মাতৃত্বকালীন ছুটি পাবেন পড়ুয়ারাও। এমনটাই ঘোষণা করেছে কেরলের মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর সিটি অরবিন্দ কুমারের সভাপতিত্বে একটি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সন্তান হওয়ার আগে বা পরে মাতৃত্বকালীন ছুটি নেওয়া যেতে পারে, তবে শুধু প্রথম বা দ্বিতীয় গর্ভাবস্থার জন্য এই ছুটি। অধ্যয়নকালে একবার মঞ্জুর হবে এই ছুটি। এতে আরোও বলা হয়েছে, এক কোর্সে একবার মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর কোনো শিক্ষার্থী যদি ওই কোর্সে থাকা অবস্থায় কখনও গর্ভপাতের শিকার হন, সেক্ষেত্রে তাকে ১৪ দিনের ছুটি দেওয়া হবে। ওই নোটিশে আরো বলা হয়, মাতৃত্বকালীন ছুটির জন্য অবশ্যই চিকিৎসকের সার্টিফিকেটসহ সবধরনের কাগজপত্র জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অরবিন্দ কুমার জানান, ১৮ বছর বয়সি ও তার ঊর্ধ্বে গর্ভবতী ছাত্রীরা ৬০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। যাতে তাঁদের উচ্চশিক্ষা বিঘ্নিত না হয় এবং মাঝপথে যাতে পড়ুয়ারা পড়া না ছেড়ে দেন, তাই এই ব্যবস্থা চালু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়াও গর্ভবতী অবস্থায় অথবা সন্তান প্রসবের পর- যে কোনও সময়ে ছুটি নিতে পারবেন ছাত্রীরা। তাঁরা কোন সময়ে ছুটি নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার ছাত্রীদের উপরেই ছেড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও উল্লেখ্য, এবার থেকে কোনও সেমিস্টারের মাঝে মাতৃত্বকালীন ছুটি নিলে পরীক্ষা না দিতে পারার চিন্তা থাকবে না কেরলের মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। কারণ, পরীক্ষা দিতে না পারলেও পরের সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হবে ছাত্রীদের। তবে সাপ্লিমেন্টরির মতো পরের বার আগের সেমিস্টারের পরীক্ষা দিতে হবে তাঁকে। প্র্যাকটিক্যাল বা ভাইভার ব্যবস্থাও করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা বিভাগীয় প্রধান।