মহেশতলায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী

- আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার
- / 3
পুবের কলম, ওয়েবডেস্ক: মহেশতলায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। ঘটনায় অভিযুক্ত এলাকারই এক কুখ্যাত দুষ্কৃতী। বালতিতে থুথু ছেটানো নিয়ে ঘটনার সূত্রপাত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। অভিযুক্তের অমিত মণ্ডল। ঘটনার পর থেকেই পলাতক অমিত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এলাকার কল থেকে জল নেওয়ার সময় স্বপন মণ্ডল এক ব্যক্তির বালতিতে থুথু ছেটায় অমিত নামের ওই কুখ্যাত দুষ্কৃতী। এই নিয়ে বচসার চরমে পৌঁছায়। স্বপন মণ্ডলকে বেধরক মারধর করা হয়। আহত অবস্থায় স্বপনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই খানে ভর্তি আছেন তিনি।
এদিকে সেই মুহূর্তের অশান্তি মিটে গেলে, রাতে ফের স্বপন মণ্ডলের শ্যালিকার বাড়িতে ধারালো অস্ত্ নিয়ে চড়াও হয় অমিত। অন্ধকারের মধ্যে পথ আটকে তাকে মারধর করা হয়। তার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত চালায় অমিত।
ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হতেই, তার পরেই পালিয়ে যায় অমিত। গৃহবধূকে জখম অবস্থায় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম গৃহবধূর পরিবারের লোকজন অমিত মণ্ডলের নামে কালিতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।