মুসল্লিদের সেবা দিচ্ছেন মক্কার হিফজ শিক্ষার্থীরা, স্বেচ্ছাসেবামূলক তৎপরতা বাড়াতেই এই সিদ্ধান্ত

- আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ মুসল্লিদের সেবা দিচ্ছেন মক্কার হিফজ শিক্ষার্থীরা।তাঁদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক তৎপরতা বাড়াতেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের।পবিত্র কাবাঘর প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুগন্ধি ছড়ানো কর্মসূচি, মুসল্লিদের আতিথেয়তা, জট কমানোসহ একাধিক কাজ করেছেন তারা। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মক্কার ঐতিহ্যবাহী হামজা আল কুফি হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের কাবা প্রাঙ্গণে অভ্যর্থনা জানায় স্বেচ্ছসেবা সমন্বয় বিভাগের পরিচালক আদিল রাজাউল্লাহ আল জুহানি। সংবাদ মাধ্যম সূত্রে খবর,সাধারণত মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক মনোভাব তৈরিতে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এ সময় শিক্ষার্থীদের পবিত্র কাবাঘর প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও নানা রকমের কার্যক্রমের সঙ্গে পরিচিত করা হয়। স্বেচ্ছাসেবা বিভাগের পরিচালক আদিল আল জুহানি এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পবিত্র কাবা প্রাঙ্গণের মুসল্লিদের স্বেচ্ছাসেবায় অংশ নিয়েছেন হিফজ বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে তারা তাওয়াফ প্রাঙ্গণ ধৌতকরণ, জায়নামাজ পরিচ্ছন্নতা কর্মসূচি ও মুসল্লিদের বিভিন্ন সেবা কার্যক্রম পালন করেছেন। শিক্ষার্থীরা পবিত্র মসজিদুল হারামে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং এই সময় শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দেওয়া হয়।