মৃত্যুদণ্ড নিষিদ্ধ করল মালয়েশিয়া
ইমামা খাতুন
- আপডেট :
৩ এপ্রিল ২০২৩, সোমবার
- / 8
পুবের কলম,ওয়েবডেস্ক: মৃত্যুদণ্ড তুলে দেওয়ার একটি প্রস্তাব সোমবার মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষে (দি দেওয়ান রাকিয়াত) পাস হয়েছে। সোমবার পাস হওয়া সংশোধনীতে মৃত্যুদণ্ডের বিকল্পে বেত্রাঘাত এবং ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি এখন সংসদের উচ্চকক্ষে ( দেওয়ান নেগারা) যাবে এবং রাজার সম্মতিতে আইনে পরিণত হবে। মালয়েশিয়ায় ২০১৮ সাল থেকেই মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ রয়েছে। তখন থেকেই মৃত্যুদণ্ড তুলে দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে ৩০ বছরের নির্দিষ্ট মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল থাকবে।
সোমবার পার্লামেন্টে আলোচনায় বসে সংসদ সদস্যরা। পাস হওয়া সংশোধনীতে মৃত্যুদণ্ডের বিকল্পে রয়েছে বেত্রাঘাত। মালয়েশিয়ার আইনে ৩০ বছরের যাবজ্জীবনের সাজা বহাল থাকছে। সংশোধনীতে হত্যা ও মাদক পাচারসহ বর্তমানে মৃত্যুদণ্ডযোগ্য ৩৪টি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এদের মধ্যে ১১টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক শাস্তি ছিল। হত্যা বাদে অপহরণ ও অস্ত্র পাচারের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা বাতিল করা হয়েছে।
সোমবার পার্লামেন্টে বক্তৃতায় মালয়েশিয়ার উপ-আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড হল একটি অপরিবর্তনীয় শাস্তি এবং এটা অপরাধ কমাতে সহায়ক হিসেবে কাজ করেনি। সরকারি তথ্য অনুসারে, মালয়েশিয়ায় ১৯৯২ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ১৩১৮ জন বন্দীকে ফাঁসি দেওয়া হয়েছিল। মালয়েশিয়ার এই পদক্ষেপ এমন সময় নিয়েছে, যখন তার দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু প্রতিবেশী দেশ মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়িয়েছে। সিঙ্গাপুর গত বছর মাদক সংক্রান্ত অপরাধে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এছাড়া মিয়ানমারে চারজন গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।