০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমুলের নির্বাচন কমিটির বৈঠকে মমতা, অভিষেক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার
  • / 12

পুবের কলম প্রতিবেদক:  বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। এই মনোনয়নপত্র জমা দেওয়ার পরই নির্বাচন কমিটিতে যাঁরা আছেন তাঁদের মুখোমুখি হতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

শুক্রবার শেষ হচ্ছেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। তারপর একমঞ্চে দেখা যাবে মমতা, অভিষেককে। কাকদ্বীপের সেই সভা শেষে শনিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নির্বাচন কমিটির বৈঠক করবেন মমতা,অভিষেক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ওই বৈঠকে ডাকা হয়েছে কমিটির সদস্যদের।

এদিকে নির্বাচনের দায়িত্বে থাকা দলীয় কমিটির সদস্যদের সেখানে তলব করা হয়েছে। কারণ এবং অ্যাজেন্ডা তাঁদের কিছু জানানো হয়নি। তাই তাঁদের মধ্যে টেনশন শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সেখানে আলোচনা হবে সেটা একটা দিক। সূত্রের খবর, এই নির্বাচন পর্ব শান্তিপূর্ণ হবে বলে সকলকে আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ, চোপড়া;নানা জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হয়। অভিযোগ ওঠে, মনোনয়নে বাধা দেওয়ার। বিরোধীরা আদালতে মামলা করেন। এইসব যাঁদের জন্য হয়েছে তাঁদের এই বৈঠকে বার্তা দেওয়া হবে। এমনকী যাঁরা দায়িত্ব ছিলেন তাঁদের শুনতে হতে পারে কড়া কথা।

অন্যদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কিছু প্রবীণ নেতাকে বিভিন্ন জেলার পর্যবেক্ষক করেছেন। তাঁরা জেলায় গিয়ে কাজ করতে শুরু করেছেন। সমীর চক্রবর্তীকে এই কাজে পাঠানো হয়েছে বাঁকুড়ায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গের তিন জেলা দেখতে সেখানে পাঠানো হয়েছে। এঁদের প্রত্যেককে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন না মেটা পর্যন্ত কলকাতায় ফেরা যাবে না। সুতরাং তাঁরা এই বৈঠকে থাকছেন বলেই খবর। তবে তাঁদের রিপোর্ট আসবে বলে জানা গিয়েছে। সেই রিপোর্ট নিয়ে এই বৈঠকে জোর চর্চা হবে বলে মনে করা হচ্ছে।

 

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই ভোট নির্বাচনী কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ১৮ জনের কমিটি গড়ে দেওয়া হয়। সেই তালিকায় রয়েছেন কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য ,সহ দলের একাধিক শীর্ষনেতারা। তাঁদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে। আর তাঁদের কাজ নিয়ে যদি কিছু বলার থাকে বৈঠকে সেটাও বলে দেওয়া হবে। শনিবারের বৈঠকের পর বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা প্রচারে যাবেন বলে সূত্রের খবর। সেই প্রচারের তালিকাও ওইদিন তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় প্রচারে যাবেন সেটাও এই বৈঠকে তাঁরা জানিয়ে দেবেন। ফলে শাসকদল তৃণমুল কংগ্রেস প্রতিটি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দখলের লক্ষ্যে পএচার কাজ শুরু করবে।

 

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শনিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমুলের নির্বাচন কমিটির বৈঠকে মমতা, অভিষেক

আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক:  বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। এই মনোনয়নপত্র জমা দেওয়ার পরই নির্বাচন কমিটিতে যাঁরা আছেন তাঁদের মুখোমুখি হতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

শুক্রবার শেষ হচ্ছেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। তারপর একমঞ্চে দেখা যাবে মমতা, অভিষেককে। কাকদ্বীপের সেই সভা শেষে শনিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নির্বাচন কমিটির বৈঠক করবেন মমতা,অভিষেক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ওই বৈঠকে ডাকা হয়েছে কমিটির সদস্যদের।

এদিকে নির্বাচনের দায়িত্বে থাকা দলীয় কমিটির সদস্যদের সেখানে তলব করা হয়েছে। কারণ এবং অ্যাজেন্ডা তাঁদের কিছু জানানো হয়নি। তাই তাঁদের মধ্যে টেনশন শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সেখানে আলোচনা হবে সেটা একটা দিক। সূত্রের খবর, এই নির্বাচন পর্ব শান্তিপূর্ণ হবে বলে সকলকে আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ, চোপড়া;নানা জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হয়। অভিযোগ ওঠে, মনোনয়নে বাধা দেওয়ার। বিরোধীরা আদালতে মামলা করেন। এইসব যাঁদের জন্য হয়েছে তাঁদের এই বৈঠকে বার্তা দেওয়া হবে। এমনকী যাঁরা দায়িত্ব ছিলেন তাঁদের শুনতে হতে পারে কড়া কথা।

অন্যদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কিছু প্রবীণ নেতাকে বিভিন্ন জেলার পর্যবেক্ষক করেছেন। তাঁরা জেলায় গিয়ে কাজ করতে শুরু করেছেন। সমীর চক্রবর্তীকে এই কাজে পাঠানো হয়েছে বাঁকুড়ায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গের তিন জেলা দেখতে সেখানে পাঠানো হয়েছে। এঁদের প্রত্যেককে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন না মেটা পর্যন্ত কলকাতায় ফেরা যাবে না। সুতরাং তাঁরা এই বৈঠকে থাকছেন বলেই খবর। তবে তাঁদের রিপোর্ট আসবে বলে জানা গিয়েছে। সেই রিপোর্ট নিয়ে এই বৈঠকে জোর চর্চা হবে বলে মনে করা হচ্ছে।

 

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই ভোট নির্বাচনী কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ১৮ জনের কমিটি গড়ে দেওয়া হয়। সেই তালিকায় রয়েছেন কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য ,সহ দলের একাধিক শীর্ষনেতারা। তাঁদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে। আর তাঁদের কাজ নিয়ে যদি কিছু বলার থাকে বৈঠকে সেটাও বলে দেওয়া হবে। শনিবারের বৈঠকের পর বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা প্রচারে যাবেন বলে সূত্রের খবর। সেই প্রচারের তালিকাও ওইদিন তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় প্রচারে যাবেন সেটাও এই বৈঠকে তাঁরা জানিয়ে দেবেন। ফলে শাসকদল তৃণমুল কংগ্রেস প্রতিটি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দখলের লক্ষ্যে পএচার কাজ শুরু করবে।