BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসছে রাজ্যস্তরে মেগা বৈঠক। তার আগে রবিবার বিকেলে কালীঘাটের বাড়িতে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলোচনায় বসলেন তৃণমূল সুপ্রিমো। আজ সোমবার তৃণমূল ভবনেও ডাকা হয়েছে বৈঠক।
বেশ কিছুদিন ধরেই দলের রাজ্যস্তরের কাজকর্মের থেকে কিছুটা দূরেই ছিলেন অভিষেক ব¨্যােপাধ্যায়। যদিও সংসদে তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন। তাছাড়া রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় কর্মসূচি দেখে অনেকেই তাঁর সঙ্গে তৃণমূল নেত্রীর দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু গুঞ্জনে জল ঢেলে রবিবার বৈঠকে বসলেন মমতা-অভিষেক। আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যস্তরে সাংগঠনিক বৈঠক রয়েছে। সূত্রের খবর, সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা হয়, তা নিয়েই একপ্রস্থ আলোচনা সেরে নিলেন দু’জনে।
উল্লেখ্য, বিধানসভা ভোটের জন্যই দলের মধ্যে রদবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই অধ্যাপক এবং শিক্ষক সংগঠনগুলিতে রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি আরজিকর-কাণ্ড নিয়ে রাজ্যের শাসকদলকে কোণঠাসা করেছিল বিরোধী দল। ছাব্বিশের নির্বাচনের আগেও এ ইস্যুকে সামনে আনতে পারে তারা। সেই কারণেই সংগঠনকে আরও শক্তিশালী করে রণকৌশল ঠিক করতে চায় তৃণমূল।
উল্লেখ্য, দলের মধ্যে আদি এবং নব্য তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে মমতা এবং অভিষেকের মধ্যে একটা মতবিরোধ আছে বলে মনে করেন অনেকে। ওয়াকিবহাল মহলের মতে, সেই সংক্রান্ত মতদ্বৈততা মুছে দিয়ে একজোট হয়ে দলের মেগা বৈঠকে উপস্থিত থাকবেন মমতা ও অভিষেক।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder