হিংসা সমর্থনযোগ্য নয়, নাগপুর নিয়ে স্পষ্ট বার্তা Mamata-র

- আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 69
পুবের কলম, ওয়েবডেস্ক: নাগপুরের হিংসার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে ওঠে নাগপুরের প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারদের জিজ্ঞাসা করুন, ওরা উত্তর দিতে পারবে।” এরপরই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “আমি কোনও রকম হিংসাকেই সমর্থন করি না। এমনকি, যখন বিরোধী হিসাবে লড়েছি, সেই সময়ও কোনও সাম্প্রদায়িক হিংসাকে ইন্ধন জোগাইনি। যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, এখানেও তার প্রভাব পড়েছিল। সেই সময় আমি নিজে রাইটার্স বিল্ডিংয়ে গিয়েছিলাম। প্রশাসনিক কর্তাদের বলেছিলাম যে আমাকে জানান, যদি আমি কোনওভাবে সাহায্য করতে পারি।”
আরও পড়ুন: এক টেবিলে বসে কফি খেলেন সোনিয়া-ডেরেক, কটাক্ষ বিজেপির
তিনি আরও বলেন, “আর প্রসঙ্গ যখন মহারাষ্ট্র সেক্ষেত্রে বলতে পারি, এই প্রসঙ্গে আপনারা উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারদের জিজ্ঞাসা করুন, ওরা উত্তর দিতে পারবে। এই প্রসঙ্গে আমাদের একটাই বক্তব্য, একতাই বিশ্বাস।” গত কয়েকদিন ধরে ‘ছাবা’ সিনেমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নাগপুর। নাগপুরের ভয়াবহ হিংসার সাক্ষী থেকেছে গোটা দেশ। হঠাৎ করে দেশের রাজনীতি প্রাসঙ্গিক হয়ে ওঠে আওরঙ্গজেব। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। নাগপুর হিংসার মূল চক্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে প্রশাসনের কাছে দায়ের হয় একাধিক হিন্দুত্ববাদী গোষ্ঠীর আবেদন। পাল্টা বিক্ষোভ চালায় এক সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা। এরফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবার সেই প্রসঙ্গেই নিজের মতামত স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।