পুবের কলম প্রতিবেদক: আগামী সোমবার ফুরফুরায় এক ইফতার মজলিসে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৭ মার্চ ফুরফুরায় যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্রায় কুড়ি মিনিট বৈঠক করেন ফুরফুরা শরিফের এই পীরজাদার সঙ্গে। ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে ফুরফুরায় এই ইফতার মজলিসে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: আইপ্যাক বিতর্কে Abhishek-র হুঁশিয়ারি
জানা গিয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে, মুখ্যমন্ত্রী যাবেন বলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ফুরফুরা শরিফকে। পুরো প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা উপস্থিত হয়েছেন ফুরফুরা শরিফে। সূত্রের খবর, বিশেষ কোনও পীর বা পীরজাদার আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফুরফুরায় যাচ্ছেন না, বরং তৃণমূলের উদ্যোগেই আয়োজন করা হচ্ছে এই ইফতারের। তবে তিনি দেখা করবেন বেশ কয়েকজন পীর ও পীরজাদার সঙ্গে।
আরও পড়ুন: এই কর্মীদের salary increase-র ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা শামীম আহমেদ জানিয়েছেন, তৃণমূল কর্মীরাদের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। ফুরফুরা উন্নয়ন পরিষদকে ঢেলে সাজাতে পীর এবং পীরজাদাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে খবর।