২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Mamata Banerjee আজই দিঘায়, ৩০ এপ্রিল উদ্বোধন জগন্নাথধামের

সুস্মিতা
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 18

সানাইয়ে সুর দিঘা জুড়ে, উদ্বোধনের আগে জগন্নাথ মন্দিরে চলছে যজ্ঞ

পুবের কলম ওয়েবডেস্ক: দিঘার মেগা ইভেন্টে সফল হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। দিঘার জগন্নাথধামের উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজই দিঘায় পৌঁছে যাচ্ছেন। উদ্বোধন নিয়ে ভক্ত, পর্যটক থেকে সাধারণ মানুষ সবাই প্রবল উত্তেজিত। চারিদিকে সাজো সাজো রব। জগন্নাথদেবকে স্বাগত জানাতে পুণ্যক্ষেত্রে দফায় দফায় চলছে হোমযজ্ঞ। কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠছে মন্দিরচত্বর। ইতিমধ্যে পুরীর রাজেশ দ্বৈতাপতি ও ইসকন প্রতিনিধি রাধারমন দাসের নেতৃত্বে চলছে দফায় দফায় হোমযজ্ঞ। রবিবার সকাল থেকে দ্বৈতাপতির নেতৃত্বে মন্দিরের সামনে গড়ে ওঠা খড় ও হোগলার আচ্ছাদনের নিচে চলেছে মহামন্ত্র যজ্ঞ। নরসিংহ মন্ত্রে মুখরিত মন্দির প্রাঙ্গণ। গত কয়েকদিন ধরে মন্দিরের ভেতরে ও বাইরে চলেছে বিভিন্ন দেবদেবীর আরাধনা ও আম, বেলকাঠ ইত্যাদি দিয়ে সকাল ও সন্ধ্যা দু’বেলা চলেছে বিশ্ব শান্তিযজ্ঞ। একইসঙ্গে ২৫ জন মহিলা কলস নিয়ে গর্ভগৃহ প্রদক্ষিণ করেন। মহাযজ্ঞের দিন ধার্য হয়েছে ২৯ তারিখ। তার আগে পর্যন্ত প্রতিদিন চলবে হোমযজ্ঞ।

 

 

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)জগন্নাথধাম নিয়ে আবেগের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। অক্ষয় তৃতীয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন পুণ্যক্ষেত্রের জল দিয়ে শুরু হবে মহাযজ্ঞ। তাতে ইসকন এবং পুরীর প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মহাযজ্ঞের জন্য পেঁড়া, খাজা, গজা, রসগোল্লা ইত্যাদি মিষ্টি তৈরি হবে। পুরীর দ্বৈতাপতি জানান, মঙ্গল মন্ত্রযজ্ঞ চলছে সকাল থেকে। সোমবার অশ্বযজ্ঞ হবে। মন্দিরজুড়ে জগন্নাথের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। মন্দিরের বাইরেও প্রস্তুতি তুঙ্গে। চৈতন্যদ্বারে রঙের প্রলেপ পড়েছে। তার সামনে থেকে লোহার রেলিং খুলে দেওয়া হয় রবিবার। সেজে উঠেছে নিউ এবং ওল্ড দিঘা। লাইট থেকে সাউন্ড প্রস্তুতি চলছে। পুরোটার তদারকি করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। রবিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অপূর্ব বিশ্বাস জানান, সবরকম প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো।

 

 

Mamata Banerjee আজই দিঘায়, ৩০ এপ্রিল উদ্বোধন জগন্নাথধামের
মন্দির উদ্বোধনের আগে এ ভাবেই চন্দননগরের আলোকশিল্পীরা সাজিয়েছেন দিঘাকে

 

 

আরও পড়ুন: Pahalgam Terror attack: পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Mamata Banerjee আজই দিঘায়, ৩০ এপ্রিল উদ্বোধন জগন্নাথধামের

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার

সানাইয়ে সুর দিঘা জুড়ে, উদ্বোধনের আগে জগন্নাথ মন্দিরে চলছে যজ্ঞ

পুবের কলম ওয়েবডেস্ক: দিঘার মেগা ইভেন্টে সফল হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। দিঘার জগন্নাথধামের উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজই দিঘায় পৌঁছে যাচ্ছেন। উদ্বোধন নিয়ে ভক্ত, পর্যটক থেকে সাধারণ মানুষ সবাই প্রবল উত্তেজিত। চারিদিকে সাজো সাজো রব। জগন্নাথদেবকে স্বাগত জানাতে পুণ্যক্ষেত্রে দফায় দফায় চলছে হোমযজ্ঞ। কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠছে মন্দিরচত্বর। ইতিমধ্যে পুরীর রাজেশ দ্বৈতাপতি ও ইসকন প্রতিনিধি রাধারমন দাসের নেতৃত্বে চলছে দফায় দফায় হোমযজ্ঞ। রবিবার সকাল থেকে দ্বৈতাপতির নেতৃত্বে মন্দিরের সামনে গড়ে ওঠা খড় ও হোগলার আচ্ছাদনের নিচে চলেছে মহামন্ত্র যজ্ঞ। নরসিংহ মন্ত্রে মুখরিত মন্দির প্রাঙ্গণ। গত কয়েকদিন ধরে মন্দিরের ভেতরে ও বাইরে চলেছে বিভিন্ন দেবদেবীর আরাধনা ও আম, বেলকাঠ ইত্যাদি দিয়ে সকাল ও সন্ধ্যা দু’বেলা চলেছে বিশ্ব শান্তিযজ্ঞ। একইসঙ্গে ২৫ জন মহিলা কলস নিয়ে গর্ভগৃহ প্রদক্ষিণ করেন। মহাযজ্ঞের দিন ধার্য হয়েছে ২৯ তারিখ। তার আগে পর্যন্ত প্রতিদিন চলবে হোমযজ্ঞ।

 

 

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)জগন্নাথধাম নিয়ে আবেগের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। অক্ষয় তৃতীয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন পুণ্যক্ষেত্রের জল দিয়ে শুরু হবে মহাযজ্ঞ। তাতে ইসকন এবং পুরীর প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মহাযজ্ঞের জন্য পেঁড়া, খাজা, গজা, রসগোল্লা ইত্যাদি মিষ্টি তৈরি হবে। পুরীর দ্বৈতাপতি জানান, মঙ্গল মন্ত্রযজ্ঞ চলছে সকাল থেকে। সোমবার অশ্বযজ্ঞ হবে। মন্দিরজুড়ে জগন্নাথের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। মন্দিরের বাইরেও প্রস্তুতি তুঙ্গে। চৈতন্যদ্বারে রঙের প্রলেপ পড়েছে। তার সামনে থেকে লোহার রেলিং খুলে দেওয়া হয় রবিবার। সেজে উঠেছে নিউ এবং ওল্ড দিঘা। লাইট থেকে সাউন্ড প্রস্তুতি চলছে। পুরোটার তদারকি করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। রবিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অপূর্ব বিশ্বাস জানান, সবরকম প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো।

 

 

Mamata Banerjee আজই দিঘায়, ৩০ এপ্রিল উদ্বোধন জগন্নাথধামের
মন্দির উদ্বোধনের আগে এ ভাবেই চন্দননগরের আলোকশিল্পীরা সাজিয়েছেন দিঘাকে

 

 

আরও পড়ুন: Pahalgam Terror attack: পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের