আমাদের রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না: Mamata Banerjee

- আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
- / 26
আবদুল ওদুদ: ‘ওয়াকফ সংশোধনী আইন -২০২৫’ রাজ্যসভা এবং বিধানসভায় পাস হয়েছে। ইতিমধ্যেই দেশের রাষ্ট্রপতি সই করেছেন এই বিলে, ফলে তা এখন আইনে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু হয়েছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর, শমসেরগঞ্জ, ধুলিয়ান ফারাক্কায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তাপের মাঝে শান্তির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
পুলিশ এবং বিএসএফের সঙ্গে একাধিক ঝামেলায় জড়িয়ে পড়েছেন আন্দোলনকারীরা। এই নিয়ে গোটা রাজ্য এখন উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনায় এবার রাজ্যবাসীকে অর্থাৎ রাজ্যের মুসলিমদেরকে শান্ত থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শনিবার টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন আরো মনে করিয়ে দেন,‘মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি-আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?’
আরও পড়ুন: রাজ্যে মমতা না থাকলে নয়া ওয়াকফ আইন চালু হয়ে যাবে: ফিরহাদ
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ওই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আরো বক্তব্য ‘মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না।’ ওয়াকফ সংশোধনী নয়া আইন বাতিল কে কেন্দ্র করে রাজ্যজুড়ে যে আন্দোলন সংঘটিত হচ্ছে সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে আরও বক্তব্য, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।’ ওই পোস্টে মমতা বন্দোপাধ্যায় আরো উল্লেখ করে লেখেন —আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন-এই আমার আবেদন।’