১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খড়গপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, ফের নিয়োগের বার্তা

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্কঃ টাটা মেটালিক্সের কারখানার উদ্বোধনে খড়গপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখান থেকেই নিয়োগের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ জানালেন, “স্কিল ট্রেনিংয়ে সমগ্র দেশে বাংলা এক নম্বরে৷ আমরা কারখানা আর চাকরিপ্রার্থীদের মিলিয়ে দিচ্ছি, এর নাম উৎকর্ষ বাংলা।

 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সারা ভারতে স্কিল ট্রেনিং পরীক্ষায় ২১ জন টপার, তার মধ্যে বাংলা থেকেই রয়েছেন  ৯ জন৷” শিল্প নিয়ে  বলতে গিয়ে এদিন তিনি বলেন,  ” আজ গ্রামে গ্রামে অনেক কিছু হতে পারে৷ কাশফুলগুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি হতে পারে।”   কচুরিপানা শুকিয়ে ব্যাগ থালা তৈরি করার ‘আইডিয়া’ দেন৷

 

জানান, “আপনি এক হাজার টাকা নিন, একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। কোনও কাজ জীবনে ছোট নয়। খেটে খেতে হবে, শরীরের নাম মহাশয়। ”

 

শিক্ষক নিয়োগ নিয়েও বড় বার্তা দেন মমতা৷ জানান, “বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার শিক্ষক নেওয়া হয়েছে৷ ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে৷ দেশের মধ্যে কারিগরি প্রশিক্ষণে শীর্ষে বাংলা৷  দেউচা পাচামিতে এক লক্ষ ছেলেমেয়ে চাকরি পাবে৷ জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে৷”

 

দেউচা-পাচামি প্রসঙ্গে তিনি বলেন, দেউচা-পাচামিতে বাঁধা দেওয়া হচ্ছে। বিজেপি, সিপিএম এর লোকেরা ঝামেলা পাকাচ্ছে। দেউচা-পাচামি সফল হলে কয়েক লক্ষ চাকরি হবে। দেউচা-পাচামির জন্য যারা তাঁদের জায়গা ছেড়ে দিয়েছেন, তাঁদের সকলকে বাড়ি, ঘর চাকরি দিচ্ছি।

 

উল্লেখ্য , পশ্চিম মেদিনীপুর জেলায় তিন দিনের সফরে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রেলশহর। মুখ্যমন্ত্রী এই সফরের সময় জেলা পরিষদের নতুন সভাধিপতির নাম ঘোষণা করতে পারেন বলেই দলীয় সূত্রে খবর।পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস মারা গিয়েছেন। তাঁর জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন সহ সভাধিপতি শেখ সুফিয়ান। এছাড়াও পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়েও তিনি আলোচনা করবেন বলে জানা গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খড়গপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, ফের নিয়োগের বার্তা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ টাটা মেটালিক্সের কারখানার উদ্বোধনে খড়গপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখান থেকেই নিয়োগের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ জানালেন, “স্কিল ট্রেনিংয়ে সমগ্র দেশে বাংলা এক নম্বরে৷ আমরা কারখানা আর চাকরিপ্রার্থীদের মিলিয়ে দিচ্ছি, এর নাম উৎকর্ষ বাংলা।

 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সারা ভারতে স্কিল ট্রেনিং পরীক্ষায় ২১ জন টপার, তার মধ্যে বাংলা থেকেই রয়েছেন  ৯ জন৷” শিল্প নিয়ে  বলতে গিয়ে এদিন তিনি বলেন,  ” আজ গ্রামে গ্রামে অনেক কিছু হতে পারে৷ কাশফুলগুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি হতে পারে।”   কচুরিপানা শুকিয়ে ব্যাগ থালা তৈরি করার ‘আইডিয়া’ দেন৷

 

জানান, “আপনি এক হাজার টাকা নিন, একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। কোনও কাজ জীবনে ছোট নয়। খেটে খেতে হবে, শরীরের নাম মহাশয়। ”

 

শিক্ষক নিয়োগ নিয়েও বড় বার্তা দেন মমতা৷ জানান, “বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার শিক্ষক নেওয়া হয়েছে৷ ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে৷ দেশের মধ্যে কারিগরি প্রশিক্ষণে শীর্ষে বাংলা৷  দেউচা পাচামিতে এক লক্ষ ছেলেমেয়ে চাকরি পাবে৷ জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে৷”

 

দেউচা-পাচামি প্রসঙ্গে তিনি বলেন, দেউচা-পাচামিতে বাঁধা দেওয়া হচ্ছে। বিজেপি, সিপিএম এর লোকেরা ঝামেলা পাকাচ্ছে। দেউচা-পাচামি সফল হলে কয়েক লক্ষ চাকরি হবে। দেউচা-পাচামির জন্য যারা তাঁদের জায়গা ছেড়ে দিয়েছেন, তাঁদের সকলকে বাড়ি, ঘর চাকরি দিচ্ছি।

 

উল্লেখ্য , পশ্চিম মেদিনীপুর জেলায় তিন দিনের সফরে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রেলশহর। মুখ্যমন্ত্রী এই সফরের সময় জেলা পরিষদের নতুন সভাধিপতির নাম ঘোষণা করতে পারেন বলেই দলীয় সূত্রে খবর।পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস মারা গিয়েছেন। তাঁর জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন সহ সভাধিপতি শেখ সুফিয়ান। এছাড়াও পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়েও তিনি আলোচনা করবেন বলে জানা গিয়েছে।