পুজোতে নিজের নতুন গানের অ্যালবাম ও জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
- আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার মোড়ক উন্মোচন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবের গান “ টাকডুমাডুম” এবং জাগো বাংলার উৎসব সংখ্যার। “বাংলার গান, উৎসবের গান” নামে অ্যালবামটিতে নিজেই গেয়েছেন তিনি। কথা, সুর এবং গেয়েছেনও স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুলমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে এইদিন নাম না করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির আক্রমণ করেন বিজেপিকে।
তিনি বলেন “আমাদের সবাই খারাপ। ওরা একা ভাল। এক সময় দিল্লিতে গিয়ে লজ্জা হতো। বাংলাকে বদনাম করাই একদল লোকের কাজ। বাংলার বদনাম করলে, এখানকার মানুষকে অসম্মান করলে আমার রাগ হয়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু কর্মকাণ্ড থাকেই। কিন্তু আজকাল একটি ছবি বেরোলেও সমালোচনার ঝড় ওঠে। আমরা কি এই সংস্কৃতির অবক্ষয়ে দাঁড়িয়ে রয়েছি! আমাদের সংস্কৃত তো মাথা উঁচু করে চলা, গর্ব করে চলা”।এইদিন মুখ্যমন্ত্রী রাজ্যে ৩৪ বছর ক্ষমতায় থাকা বাম সরকারকেও তীব্র আক্রমণ করেন। এইদিন মুখ্যমন্ত্রী বলেন কেউ ধোয়া তুলসীপাতা নয়। দিল্লির লাড্ডু খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন।
উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া “বাংলার গান, উৎসবের গান” অ্যালবামে গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, মনোময়, জিৎ গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সি, বাবুল সুপ্রিয়। জাগো বাংলার প্রচ্ছদও এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এইদিন উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়, শুভাপ্রসন্ন, নৃসিংপ্রসাদ ভাদুড়ী, ইন্দ্রনীল সেন প্রমুখ।