ফের মেঘালয় সফরে মমতা, সঙ্গী অভিষেক, ডেরেক,মানসও
- আপডেট : ১৬ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্ক: ফের মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সফরসঙ্গী হবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্যসভার দলনেতা ডেরেক’ও ব্রায়েন থেকে শুরু করে মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা মানসরঞ্জন ভুঁইয়াও যাবেন মমতার সঙ্গে।
উত্তর -পূর্বাঞ্চলের এই রাজ্যের বিধানসভা নির্বাচনই এখন পাখির চোখ তৃণমূলের। শুধু তাই নয় এই মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দলও তৃণমূল।
নর্থগারো হিলস জেলায় বুধবার সভা করবেন মমতা।এছাড়াও স্থানীয় দিলমা অপাল মাঠে সভা করার কথা মমতার।
ইতিমধ্যেই মেঘালয় বিধানসভার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। বিধানসভায় মোট ৬০টি আসন রয়েছে । তৃণমূল ইতিমধ্যেই ৫২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ।
উল্লেখ্য ১২ জন বিধায়ক নিয়ে ২০১৮ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার তৃণমূলে যোগদান করেন ২০২১ সালের নভেম্বর মাসে । তবে ইতিমধ্যেই দুজন বিধায়ক তৃণমূল ছেড়ে এনসিপি এবং বিজেপি তে যোগদান করেছেন।