০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

Manoj Kumar-এর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

ইমামা খাতুন
  • আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্কঃ বলিউডে নক্ষত্রপতন। শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। অভিনেতার প্রয়ানের খবর শুনে শোকস্তব্ধ দেশের চলচ্চিত্র মহল। বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। হার্টের সমস্যা ছাড়াও লিভার সিরোসিস অভিনেতার। প্রয়াত অভিনেতার (Manoj Kumar) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি সিনে দুনিয়ার কলাকুশলী থেকে সর্বস্তরের মানুষ অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমি ছোট থেকে আপনাকে দেখে শিখেছি দেশের প্রতি ভালবাসা এবং গর্ব কিভাবে দেখাতে হয়। আমরা যারা অভিনেতা অভিনেত্রী, তারাই যদি নিজেদের অভিব্যক্তি প্রকাশ না করতে পারি তাহলে কে করবে? আপনি ইন্ডাস্ট্রির অনেক বড় সম্পদ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি।’ পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী অভিনেতা মনোজ কুমারের (Manoj Kumar) একটি ছবির দৃশ্যপট শেয়ার করে লিখেছেন, ‘ভারতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক তথা অভিনেতা। দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মনোজ কুমার জি (Manoj Kumar) আজ আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। একজন দূরদর্শী পরিচালক এবং একজন অভিনেতা হয়ে আপনি যে বিনোদন মানুষকে দিয়েছেন, তা সত্যি মনে রাখার মতো।’

আরও পড়ুন: প্রয়াত ‘ভারত কুমার’ মনোজ কুমার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর

পরিচালক মধুর ভান্ডারকর এক্স হ্যান্ডেলে মনোজ কুমারের সঙ্গে সাক্ষাৎকারের কিছু স্মৃতিচারন ছবি শেয়ার করে লিখেছেন,’ কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার স্যারের (Manoj Kumar) মৃত্যুতে আমি ভীষণভাবে শোকাহত। অনেক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হওয়ার এবং আলাপচারিতার সৌভাগ্য হয়েছিল আমার। উনি সত্যিই ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন ছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ওঁকে দেখে অনুপ্রাণিত হবে। ওঁর পরিবারের সদস্য এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’ চলচ্চিত্র নির্মাতা করন জোহর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে লিখেছেন, ‘আজ আমরা হিন্দি সিনেমার একজন কিংবদন্তিকে হারালাম। শ্রী মনোজ কুমার (Manoj Kumar)। ছোটবেলায় দেখা ক্রান্তি সিনেমার স্ক্রিনিং দেখেছিলাম যেখানে ছবির নন এডিটিং করা ৪ ঘণ্টার একটি শো দেখেছিলাম আমরা। মনোজ জি সকলের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন, এই ছবিটি তখন বক্স অফিসের ইতিহাস তৈরি করেছিল।’ অভিনেতা জ্যাকি শ্রফ হাত জোড় করে হৃদয়বিদারক ইমোজি ব্যবহার করে প্রয়াত অভিনেতা মনোজ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Manoj Kumar-এর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বলিউডে নক্ষত্রপতন। শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। অভিনেতার প্রয়ানের খবর শুনে শোকস্তব্ধ দেশের চলচ্চিত্র মহল। বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। হার্টের সমস্যা ছাড়াও লিভার সিরোসিস অভিনেতার। প্রয়াত অভিনেতার (Manoj Kumar) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি সিনে দুনিয়ার কলাকুশলী থেকে সর্বস্তরের মানুষ অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমি ছোট থেকে আপনাকে দেখে শিখেছি দেশের প্রতি ভালবাসা এবং গর্ব কিভাবে দেখাতে হয়। আমরা যারা অভিনেতা অভিনেত্রী, তারাই যদি নিজেদের অভিব্যক্তি প্রকাশ না করতে পারি তাহলে কে করবে? আপনি ইন্ডাস্ট্রির অনেক বড় সম্পদ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি।’ পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী অভিনেতা মনোজ কুমারের (Manoj Kumar) একটি ছবির দৃশ্যপট শেয়ার করে লিখেছেন, ‘ভারতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক তথা অভিনেতা। দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মনোজ কুমার জি (Manoj Kumar) আজ আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। একজন দূরদর্শী পরিচালক এবং একজন অভিনেতা হয়ে আপনি যে বিনোদন মানুষকে দিয়েছেন, তা সত্যি মনে রাখার মতো।’

আরও পড়ুন: প্রয়াত ‘ভারত কুমার’ মনোজ কুমার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর

পরিচালক মধুর ভান্ডারকর এক্স হ্যান্ডেলে মনোজ কুমারের সঙ্গে সাক্ষাৎকারের কিছু স্মৃতিচারন ছবি শেয়ার করে লিখেছেন,’ কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার স্যারের (Manoj Kumar) মৃত্যুতে আমি ভীষণভাবে শোকাহত। অনেক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হওয়ার এবং আলাপচারিতার সৌভাগ্য হয়েছিল আমার। উনি সত্যিই ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন ছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ওঁকে দেখে অনুপ্রাণিত হবে। ওঁর পরিবারের সদস্য এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’ চলচ্চিত্র নির্মাতা করন জোহর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে লিখেছেন, ‘আজ আমরা হিন্দি সিনেমার একজন কিংবদন্তিকে হারালাম। শ্রী মনোজ কুমার (Manoj Kumar)। ছোটবেলায় দেখা ক্রান্তি সিনেমার স্ক্রিনিং দেখেছিলাম যেখানে ছবির নন এডিটিং করা ৪ ঘণ্টার একটি শো দেখেছিলাম আমরা। মনোজ জি সকলের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন, এই ছবিটি তখন বক্স অফিসের ইতিহাস তৈরি করেছিল।’ অভিনেতা জ্যাকি শ্রফ হাত জোড় করে হৃদয়বিদারক ইমোজি ব্যবহার করে প্রয়াত অভিনেতা মনোজ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।