০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিউটাউনে রাস্তায় এবার ম্যানহোল ক্লিনিং মেশিন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জুন ২০২৩, সোমবার
  • / 12

পুবের কলম প্রতিবেদক:  স্মার্ট সিটি নিউটাউনের নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট। সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে জল জমার প্রবণতা থেকে যায়। এবার তার হাত থেকে রক্ষা পেতে রোবটকে ব্যবহার করবে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। ইতিমধ্যে এক একটি ৩৬ লক্ষ টাকার বিনিময়ে তিনটি ম্যানহোল ক্লিনিং রোবট কিনেছে তারা।

 

আরও পড়ুন: নিউ টাউনে পশু হাসপাতাল গড়বে রাজ্য

এর নির্মাতা জেন রোবোটিক্স। আপাতত সারা দেশে ১৯ টি শহরে এই মেশিন নিকাশি ব্যবস্থাকে চালু রাখতে ব্যবহার করা হচ্ছে। এবার নিউটাউনে রাস্তাঘাটে দেখা যাবে এই ম্যানহোল ক্লিনিং মেশিনকে আপাতত পরীক্ষামূলকভাবে তিনটি রোবটকে দিয়ে কাজ শুরু করেছে এন কে ডি এ।

আরও পড়ুন: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার টোটোচালক সৌমিত্র

 

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ

পরবর্তীকালে আরও রোবট কেনা হবে। এই ব্যবস্থার ফলে দ্রুততার সঙ্গে ম্যানহোল পরিষ্কার করা যাবে। বিষাক্ত গ্যাসের চিহ্নিতকরণের জন্য রোবর্ট ক্লিনিংয়ে রয়েছে সেন্সর ও ক্যামেরা। ড্রেনের মধ্যে গিয়ে কোথায় আবর্জনা জমে আছে সেটা রোবটে থাকা ক্যামেরার সাহায্যে তা চিহ্নিত করে পরিষ্কার করা যাবে।

 

ম্যানহলে কোথাও বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে রোবটে থাকা সেন্সর। এই রোবটটি চলবে ছোট জেনেরেটর এর মাধ্যমে, বলে জানালেন এনকেডিএর ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সেন। তিনি আরও জানান পশ্চিমবঙ্গে এই রোবটের ব্যবহার নিউটাউনেই প্রথম। আর এই রোবর্ট আসায় নিউটাউন আরও স্মার্ট হবে পাশাপাশি পরিস্কারও থাকবে বলে তিনি আশাবাদী।

 


                            

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউটাউনে রাস্তায় এবার ম্যানহোল ক্লিনিং মেশিন

আপডেট : ১২ জুন ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  স্মার্ট সিটি নিউটাউনের নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট। সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে জল জমার প্রবণতা থেকে যায়। এবার তার হাত থেকে রক্ষা পেতে রোবটকে ব্যবহার করবে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। ইতিমধ্যে এক একটি ৩৬ লক্ষ টাকার বিনিময়ে তিনটি ম্যানহোল ক্লিনিং রোবট কিনেছে তারা।

 

আরও পড়ুন: নিউ টাউনে পশু হাসপাতাল গড়বে রাজ্য

এর নির্মাতা জেন রোবোটিক্স। আপাতত সারা দেশে ১৯ টি শহরে এই মেশিন নিকাশি ব্যবস্থাকে চালু রাখতে ব্যবহার করা হচ্ছে। এবার নিউটাউনে রাস্তাঘাটে দেখা যাবে এই ম্যানহোল ক্লিনিং মেশিনকে আপাতত পরীক্ষামূলকভাবে তিনটি রোবটকে দিয়ে কাজ শুরু করেছে এন কে ডি এ।

আরও পড়ুন: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার টোটোচালক সৌমিত্র

 

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ

পরবর্তীকালে আরও রোবট কেনা হবে। এই ব্যবস্থার ফলে দ্রুততার সঙ্গে ম্যানহোল পরিষ্কার করা যাবে। বিষাক্ত গ্যাসের চিহ্নিতকরণের জন্য রোবর্ট ক্লিনিংয়ে রয়েছে সেন্সর ও ক্যামেরা। ড্রেনের মধ্যে গিয়ে কোথায় আবর্জনা জমে আছে সেটা রোবটে থাকা ক্যামেরার সাহায্যে তা চিহ্নিত করে পরিষ্কার করা যাবে।

 

ম্যানহলে কোথাও বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে রোবটে থাকা সেন্সর। এই রোবটটি চলবে ছোট জেনেরেটর এর মাধ্যমে, বলে জানালেন এনকেডিএর ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সেন। তিনি আরও জানান পশ্চিমবঙ্গে এই রোবটের ব্যবহার নিউটাউনেই প্রথম। আর এই রোবর্ট আসায় নিউটাউন আরও স্মার্ট হবে পাশাপাশি পরিস্কারও থাকবে বলে তিনি আশাবাদী।