ফের উত্তপ্ত মণিপুর, ঘটনায় কমপক্ষে ৯ জনের প্রাণহানি সহ আহত ৫

- আপডেট : ১৪ জুন ২০২৩, বুধবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক:ফের নতুন করে উত্তপ্ত হল মণিপুর। মঙ্গলবার রাতেই ফের সংঘর্ষ শুরু হয়। চলে গুলির লড়াই। সেই নতুন করে উত্তপ্ত হওয়া মণিপুরে খামেনলোক গ্রামে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায়। গোটা গ্রাম ঘিরে ফেলে তারা। কাঙ্গপোকপি জেলাতেও একই কায়দায় জনজাতিদের উপরে হামলা ও গুলি চালানো হয়। ঘটনায় কমপক্ষে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও ৫ জন। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার থেকেই পূর্ব ইম্ফলের খামেনলোক ও কাঙ্গপোকপি দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত একটা নাগাদ বেশ কিছু সংখ্যক দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে খামেনলোক গ্রাম ও কাঙ্গপোকপি জেলাতেও একইভাবে জনজাতিদের উপরে হামলা চালায়। গুলি চলে। গতকাল থেকে এখনও অবধি চলা সংঘর্ষে ১ মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত এপ্রিল মাসের শেষভাগ থেকে অশান্তি শুরু হয় মণিপুরে। দিন কয়েকের মধ্যেই তা ভয়ানক আকার ধারণ করে। বিগত এক মাস ধরে চলা মেতেই, কুকি সহ একাধিক জনজাতির মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। সংঘর্ষের পর থেকেই কার্ফু জারি ছিল মণিপুর জুড়ে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। নামানো হয় সেনা বাহিনী, অসম রাইফেলস।