নখ, দাঁত উপড়ে নির্যাতন, বহু শিশু খুন মায়ানমারে

- আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ মায়ানমারে গত বছরের সেনা অভ্যুত্থানের পর থেকে অসংখ্য শিশুকে নির্যাতন ও হত্যা করা হয়েছে। জানা গেছে, ইচ্ছা করেই সামরিক বাহিনীর সদস্যরা অমানবিক নির্যাতন চালিয়েছে শিশুদের ওপর। নির্যাতনের সময় জান্তা সদস্যরা শিশুদের নখ,দাঁত উপড়ে ফেলেছে। যন্ত্রণায় কাতর হয়ে সেই শিশুরা মারা গিয়েছে। মায়ানমারে নিযুক্ত রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নাবালকদের মারধর ও ছুরিকাঘাত করা হত। জিজ্ঞাসাবাদের সময় নখ বা দাঁত তুলে ফেলা হত। এভাবে শিশুদের হত্যা করা হয়েছে।’ মূলত, জনসমাজে আতঙ্ক ছড়াতেই নিষ্পাপ শিশুদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। রাষ্ট্রসংঘ বলছে, শিশুদের ওপর জান্তার এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। গত বছরের গোড়ার দিকে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই চরম অশান্তিতে রয়েছে মায়ানমার। জান্তা সরকারের বিরোধীদের ওপর চলছে ভয়ংকর দমন-পীড়ন। রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বলা হয়, পুলিশ এবং সেনাপন্থী বিদ্রোহীরা ১৪২ শিশুকে ভয়াবহ নির্যাতন করেছে। হত্যা করা হয়েছে অনেক শিশুকে। মায়ানমারে শিশুশ্রমিক নিয়োগ বৃদ্ধির ঘটনাও ঘটেছে। রাষ্ট্রসংঘের টম অ্যান্ড্রুজ বলেন, সামরিক জান্তাকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করার জন্য বিশ্বের সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত এবং ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করা দরকার।