কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন Mark Carney

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন Mark Carney

পুবের কলম ওয়েবডেস্ক: কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি (Mark Carney)। তিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমরা দ্রুত কাজ শুরু করতে যাচ্ছি।” দিন-কয়েক আগেই দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় বুধবার এ ঘোষণা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে ‘নিরবচ্ছিন্ন ও দ্রুত’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন উদারপন্থী নেতা কার্নি (Mark Carney)।

আরও পড়ুন: Wolf Prize প্রত্যাখ্যান করলেন পাকিস্তানি স্থপতি Yasmeen Lari

৫৯ বছর বয়সী মার্ক কার্নি রাজনীতিতে নবীন। রবিবার বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশের ভোট পেয়েছেন কার্নি।

এর আগে মার্ক কার্নি (Mark Carney) ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে দেশটিতে  অস্থিরতা বিরাজ করছে। জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে কার্নি, ‘হকির মত বাণিজ্যেও (আমেরিকার বিরুদ্ধে) জিতবে কানাডা।’

আরও পড়ুন: মার্কিন পণ্যে পালটা শুল্ক চিন ও কানাডার

বুধবার কার্নি (Mark Carney) বলেন, অর্থনৈতিক টানাপোড়েন এড়াতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নবায়নকৃত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ‘বসতে প্রস্তুত’। যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder