বেঙ্গালুরুতে মার্কেটিং কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, নিজের বাড়িতেই মিলল দেহ

- আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে ৪০ বছর বয়সী এক মার্কেটিং কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। নিজের বাড়িতেই মিলল তাঁর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে, বিবাহজনিত ঝামেলা চলছিল। তবে মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত ব্যক্তির নাম প্রশান্ত নায়ার। তাঁর আট বছরের একটি মেয়ে আছে। স্ত্রী পূজা নায়ার একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। প্রশান্ত নায়ার নিজেও একটি প্রযুক্তি কোম্পানির উচ্চপদস্থ পদে কর্মরত ছিলেন। তাঁদের বিবাহিত জীবন প্রায় ১২ বছরের।উল্লেখ্য, বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ সাইদুলু আদাবথ জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে ঝামেলার কোনও প্রমাণ মেলেনি। প্রায় এক বছর ধরে প্রশান্ত এবং পূজা আলাদা থাকছিলেন।
আরও পড়ুন: অগ্নিমূল্য জ্বালানি! রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা
প্রশান্ত নায়ারের বাবা পুলিশের কাছে জানিয়েছেন, তাঁর ছেলে এবং পুত্রবধূ আলাদা থাকতেন। শুক্রবার স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হয় বলে তিনি জানান। এরপর ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। ছেলে ফোন না ধরায় দুশ্চিন্তায় ছিলেন। ফোন না ধরায় তিনি ছেলের বাড়ি চলে যান। সেখানে গিয়ে ছেলে প্রশান্ত নায়ারকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। স্ত্রীর সঙ্গে ঝামলার জেরেই ছেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। তিনি কাউকে সন্দেহ করেন না বলেও পুলিশকে জানিয়েছেন। সোলাদেভানাহল্লি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।