ইসরাইলের বিনোদন পার্কে মিশরীয় সৈন্যদের গণকবর!

- আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ ১৯৬৭ সালের যুদ্ধে নিহত ৮০ জন মিশরীয় সৈন্যকে গণকবর দেওয়া হয়েছিল ইসরাইলের এক বিনাদন পার্কে। সেই গণকবরের হদিশ মেলার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। ইসরাইলি পত্রিকা হারেৎজ জানায়, ১৯৯০ সালের দিকে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি প্রকাশ করতে চাইলেও ইহুদি সেনার হস্তক্ষেপে তা হয়নি।
এ দিকে এ ঘটনাটি তদন্ত করার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। ১৯৬৭ সালের এ যুদ্ধে সিরিয়া, মিশর ও জর্ডনের বিপক্ষে বিজয়ী হয় ইসরাইল। এ সময় তারা দখল করে নেয় সিনাই, গাজা ও গোলান উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম। মিশরের প্রায় ১১ হাজার যোদ্ধা নিহত হয়। সে- বছরের ৫ জুন ইসরাইল ও মিশরের সৈন্যের এলিট দলের মধ্যে সংঘর্ষ হয়। যুদ্ধের স্থানটি ছিল ইসরাইলের ১৯৪৮ সালের সীমান্তের কিবুৎজ নাহশন নামক একটি এলাকা।
ওই স্থানটি বর্তমানে অবৈধভাবে দখল করা পশ্চিম তীরের অন্তর্গত। নাহশন এলাকায় নিযুক্ত ইসরাইলি বাহিনীর একজন সেনা কমান্ডার জিভ ব্লোচ জানিয়েছেন, মিশরীয় সৈন্যরা ‘আতঙ্কগ্রস্ত’ হয়ে যুদ্ধে হেরে যায়। এ সময় মিশরীয় সেনাদের আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আর সরাসরি গুলি বিনিময়ে মারা যাওয়া সৈন্য মিলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৮০ জনে। এর কয়েক দিন পর ইহুদি সৈন্যরা একটি গণকবর খুঁড়ে সবগুলো লাশ পুঁতে দেয়। সেই গণকবরের ওপরই আজ তৈরি হয়েছে ইসরাইলি বিনোদন পার্ক যা পর্যটকদের কাছে আকর্ষণীয়।