ম্যাচ জিতে বিরাটকে নিশানা রোহিতের

- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: রাঁচিতে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে উঠে নাম না করে বিরাট কোহলিকে নিশানা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রসঙ্গত, ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে প্রথমে দুটি টেস্ট থেকে নাম তুলে নেন কোহলি। পরে পুরো সিরিজেই খেলবেন না বলে জানিয়ে দেন। সোমবার ম্যাচের শেষে রোহিত বলেন, ‘দলের গুরুত্বপূর্ন ক্রিকেটারদের না থাকাটা ভালো বিষয় নয়।তাঁদের জায়গায় যে খেলতে নামছে তাঁর কাজটা সহজ হয় না। তার ওপরে একটা চাপ তৈরি হয়।” ক্রিকেট মহল মনে করছে, কোহলিকে নিশানা করেছেন রোহিত।
পাশাপাশি দলের তরুণ উইকেটকিপার – ব্যাটসম্যান ধ্রুব জুরেলের প্রশংসা করে ভারত অধিনায়ক বলেন, “জুরেল দুটি পর্বেই ভালো ব্যাটিং করেছে। নিজের প্রতিভার প্রতি ও সুবিচার করেছে। ধ্রুব বড় রান না করলে আমরা সমস্যায় পড়তাম।” একই সঙ্গে রোহিত আরও জানান, “ঘরোয়া ক্রিকেট খেলে আমাদের তরুণরা নিজেদের তৈরি করেই মাঠে নামছে। ওদের ভবিষৎ উজ্জ্বল।”