২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ দিনাজপুরে মিজিলস ও রুবেলা ভ্যাকসিন টিকাকরণ

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 10

মুক্তার আলম, বুনিয়াদপুরঃ  জেলা প্রশাসন শিক্ষা ও স্বাস্থ্য দফতরের সাহায্যে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় চার লক্ষ (৯ মাস থেকে ১৫ বছরের নীচে) শিশুকে মিজিলস ও রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে আগামী নভেম্বর মাস থেকে। এজন্য জেলার সমস্ত বিএমওএইচ ও এসআই(স্কুল), জেলার সকল বিদ্যালয় প্রধান ও আইসিডিএস কর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছে। এই মর্মে  জেলার সকল বিদ্যালয় প্রধানদের নিদিষ্ট ফরমেটে স্কুল পড়ুয়াদের সর্ম্পকে সঠিক তথ্য দিতে বলা হয়েছে এবং অভিভাবক, শিক্ষক  এবং ছাত্র-শিক্ষক আলোচনা সভার আয়োজনও করতে বলা হয়েছে।  এ বিষয়ে জেলা শাসক বিজিত কৃষ্ণ বলেন, রাজ্যের অন্যান্য  জেলাগুলি যেভাবে এমআর ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম নিয়েছে আমরাও দক্ষিণ দিনাজপুর জেলাতে শিশুদের ক্ষেত্রে মিজিলস ও রুবেলা ভাইরাস মুক্ত করার শপথ নিয়েছি।অন্যদিকে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার জে জানিয়েছেন, শিশুদের মিজিলস ও রুবেলা ভাইরাস মুক্ত করতে হলে জেলার সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসতে হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ দিনাজপুরে মিজিলস ও রুবেলা ভ্যাকসিন টিকাকরণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

মুক্তার আলম, বুনিয়াদপুরঃ  জেলা প্রশাসন শিক্ষা ও স্বাস্থ্য দফতরের সাহায্যে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় চার লক্ষ (৯ মাস থেকে ১৫ বছরের নীচে) শিশুকে মিজিলস ও রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে আগামী নভেম্বর মাস থেকে। এজন্য জেলার সমস্ত বিএমওএইচ ও এসআই(স্কুল), জেলার সকল বিদ্যালয় প্রধান ও আইসিডিএস কর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছে। এই মর্মে  জেলার সকল বিদ্যালয় প্রধানদের নিদিষ্ট ফরমেটে স্কুল পড়ুয়াদের সর্ম্পকে সঠিক তথ্য দিতে বলা হয়েছে এবং অভিভাবক, শিক্ষক  এবং ছাত্র-শিক্ষক আলোচনা সভার আয়োজনও করতে বলা হয়েছে।  এ বিষয়ে জেলা শাসক বিজিত কৃষ্ণ বলেন, রাজ্যের অন্যান্য  জেলাগুলি যেভাবে এমআর ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম নিয়েছে আমরাও দক্ষিণ দিনাজপুর জেলাতে শিশুদের ক্ষেত্রে মিজিলস ও রুবেলা ভাইরাস মুক্ত করার শপথ নিয়েছি।অন্যদিকে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার জে জানিয়েছেন, শিশুদের মিজিলস ও রুবেলা ভাইরাস মুক্ত করতে হলে জেলার সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসতে হবে।