দেশে প্রথমবার হিন্দিতে পড়ানো হবে ডাক্তারি, নতুন বই প্রকাশ করবেন অমিত শাহ

- আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: হিন্দিকে রাষ্ট্রভাষা করতে আগেই সোচ্চার ছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি ছিল, দেশে এমন একটি সর্বজনীন ভাষার প্রয়োজন যা আন্তর্জাতিক স্তরে ভারতের পরিচিতির ছাপ রেখে যায়। অমিত শাহের মতে, হিন্দির ক্ষমতা আছে দেশকে এক সূত্রে ঐক্যবদ্ধ করার।
সরকারি কাজে হিন্দি ব্যবহারের প্রস্তাবও দিয়েছে কেন্দ্র। এর জোরালো প্রতিবাদও হয় বিভিন্ন মহলে।
এবার হিন্দি ভাষাতেই ডাক্তারি পড়ানোর উপর জোর দেওয়া হল। দেশের মধ্যে প্রথম হিন্দিতে লেখা ডাক্তারি বই পড়ানো হবে পড়ুয়াদের। মধ্যপ্রদেশের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের জন্য লেখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বইটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে এমন ধারণা আমূল বদলে যেতে চলেছে যে হিন্দির মাধ্যমে শিক্ষালাভ করেও জীবনে এগিয়ে যাওয়া যায়। তা প্রমাণ করতেই নতুন এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। আগামী ১৬ অক্টোবর বইটি প্রকাশ করবেন শাহ। এ দিকে শিবরাজ জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কারিগরি শিক্ষার বইও হিন্দিতে লেখা হচ্ছে। সেগুলিও দ্রুত বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।
এ দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ রাষ্ট্রসংঘ থেকে কেন্দ্রীয় বিদ্যালয় বা আইআইটিতে শিক্ষাদান, এমনকী হিন্দিভাষী রাজ্যের হাইকোর্ট, সর্বত্র হিন্দিই ব্যবহৃত হোক ইংরেজির পরিবর্তে। এই মর্মে একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রক রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হিন্দির প্রাথমিক জ্ঞান দেওয়ার এবং হিন্দি শিক্ষার পরীক্ষায় আরও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
স্বরাষ্ট্র মন্ত্রক অনুসারে, অমিত শাহ কমিটির সদস্যদের জানিয়েছেন যে, মন্ত্রিসভার ৭০ শতাংশ কাজ এখন হিন্দিতে প্রস্তুত করা হচ্ছে। উত্তর-পূর্বের আটটি রাজ্যে ২২ হাজার হিন্দি শিক্ষক নিয়োগ করা হয়েছে।
এই বিষয়ে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে গঠিত তৃণমূল কংগ্রেস ছাত্র সংগঠনের রণজিৎ সাহা বলেন, ইংরেজিতে ডাক্তারি পড়াশোনার সুবিধা রয়েছে। আন্তর্জাতিক স্তরেও ইংরেজিতেই পঠন-পাঠন হয়। ডাক্তারিতে বহু টার্ম রয়েছে, যা অন্য ভাষায় করতে গেলে হাস্যকর হয়। তাই হিন্দিতে ডাক্তারি পড়াশোনা করানো হলে ‘খুব একটা পড়ুয়াদের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে হয় না।
এই বিষয়ে অধ্যাপক ডা. সিরাজ আহমেদ-সহ একাধিক চিকিৎসকদের মত, এই উদ্যোগ ক’নও পড়ুয়াদের পক্ষে ভালো হতে পারে না। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বইগুলির সঙ্গে হিন্দিতে ম্যাচ করবে না।
বিদেশে যে চিকিৎসা অ্যাডভান্স হচ্ছে, এতে হিন্দিতে টেকনিক্যাল টার্ম বোঝা সম্ভব নয়। তাছাড়া হিন্দিতে পড়াশোনা করে বিদেশে গিয়ে ডাক্তারি বা অন্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব নয়।
আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পড়ুয়ারা ডাক্তারিতে পিছিয়ে যাবে। তবে এতে হিন্দি ভাষাভাষী পড়ুয়াদের সুবিধা হবে। তবে অন্য ভাষাভাষীদের বিশেষ সুবিধা হবে না।