১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘালয়ের মুখ্যসচিবের দেহ উদ্ধার! উজবেকিস্তানের হোটেলের ঘরে মিলল দেহ

চামেলি দাস
  • আপডেট : ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক: উজবেকিস্তান সফরে গিয়ে রহস্যমৃত্যু মেঘালয়ের মুখ্য সচিবের। বুখারা শহরের এক হোটেল থেকে উদ্ধার মুখ্যসচিব সৈয়দ মহম্মদ এ রাজির দেহ। মঙ্গলবার সরকারি তরফে জানানো হয়েছে, মেঘালয়ের মুখ্যসচিব সৈয়দ মহম্মদ এ রাজিকে উজবেকিস্তানের তাঁর হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। গত ৪ এপ্রিল ব্যক্তিগত সফরে উজবেকিস্তান গিয়েছিলেন সৈয়দ মহম্মদ এ রাজি। ২০২১ সাল থেকে মেঘালয় সরকারের আরআরটিএসের আধিকারিকের  দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: চলন্ত অবস্থায় দু’ভাগ ফলকনুমা এক্সপ্রেস, ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

সরকারি সূত্রে খবর,  সোমবার সকালে মহম্মদ রাজির মোবাইলে বারবার ফোন করা হয়। ফোন না তোলায় সন্দেহ হয়। এরপর হোটেল কর্মীরা তাঁর ঘরের দরজা ভেঙে ভিতর থেকে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুখ্যসচিবের। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “সৈয়দ মহম্মদ আর রাজির মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তিনি অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল ও নিষ্ঠাবাণ আধিকারিক ছিলেন। কাজের প্রতি ছিল তাঁর গভীর একাগ্রতা। সকলের সঙ্গে মধুর সম্পর্ক ছিল তাঁর। কাজের প্রতি তাঁর ভালবাসা ও নিষ্ঠা তাঁকে স্মরনীয় করে রাখবে।”  সেই সঙ্গে তিনি আরও জানান, “দক্ষ প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি একজন হাসিখুশি ও ভাল মানুষ ছিলেন। তাঁর আশেপাশে থাকা মানুষদের সব সময় অনুপ্রাণিত করতেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা গভীর শোকাহত।” মেঘালয়ের মুখ্যমন্ত্রী একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, রাজির মৃত্যুর খবর পেয়ে উজবেকিস্তান রওনা দিয়েছেন তাঁর স্ত্রী।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেঘালয়ের মুখ্যসচিবের দেহ উদ্ধার! উজবেকিস্তানের হোটেলের ঘরে মিলল দেহ

আপডেট : ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উজবেকিস্তান সফরে গিয়ে রহস্যমৃত্যু মেঘালয়ের মুখ্য সচিবের। বুখারা শহরের এক হোটেল থেকে উদ্ধার মুখ্যসচিব সৈয়দ মহম্মদ এ রাজির দেহ। মঙ্গলবার সরকারি তরফে জানানো হয়েছে, মেঘালয়ের মুখ্যসচিব সৈয়দ মহম্মদ এ রাজিকে উজবেকিস্তানের তাঁর হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। গত ৪ এপ্রিল ব্যক্তিগত সফরে উজবেকিস্তান গিয়েছিলেন সৈয়দ মহম্মদ এ রাজি। ২০২১ সাল থেকে মেঘালয় সরকারের আরআরটিএসের আধিকারিকের  দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: চলন্ত অবস্থায় দু’ভাগ ফলকনুমা এক্সপ্রেস, ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

সরকারি সূত্রে খবর,  সোমবার সকালে মহম্মদ রাজির মোবাইলে বারবার ফোন করা হয়। ফোন না তোলায় সন্দেহ হয়। এরপর হোটেল কর্মীরা তাঁর ঘরের দরজা ভেঙে ভিতর থেকে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুখ্যসচিবের। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “সৈয়দ মহম্মদ আর রাজির মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তিনি অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল ও নিষ্ঠাবাণ আধিকারিক ছিলেন। কাজের প্রতি ছিল তাঁর গভীর একাগ্রতা। সকলের সঙ্গে মধুর সম্পর্ক ছিল তাঁর। কাজের প্রতি তাঁর ভালবাসা ও নিষ্ঠা তাঁকে স্মরনীয় করে রাখবে।”  সেই সঙ্গে তিনি আরও জানান, “দক্ষ প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি একজন হাসিখুশি ও ভাল মানুষ ছিলেন। তাঁর আশেপাশে থাকা মানুষদের সব সময় অনুপ্রাণিত করতেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা গভীর শোকাহত।” মেঘালয়ের মুখ্যমন্ত্রী একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, রাজির মৃত্যুর খবর পেয়ে উজবেকিস্তান রওনা দিয়েছেন তাঁর স্ত্রী।