২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পদবীতে খান বলেই আরিয়ানের বিরুদ্ধে এত সক্রিয়তা অভিযোগ মেহেবুবা মুফতির

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ অক্টোবর ২০২১, সোমবার
  • / 15
পুবের কলম ওয়েবডেস্কঃ “খান পদবী বলেই আরিয়ানের এত হেনস্থা”বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক কান্ডে গ্রেফতারি নিয়ে এবার সরব হলেন জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সুপ্রিমো মেহেবুবা মুফতি। 
 
সরাসরি আরিয়ানের নাম না করে মেহেবুবা বলেন মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্যই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো একটি ২৩ বছরের ছেলের বিরুদ্ধে এত সক্রিয়। 
 
যেহেতু পদবীতে খান রয়েছে তাই বিচারের নামে প্রহসন চলছে। পাশাপাশি মেহেবুবা লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর প্রসঙ্গ   তুলে ধরেন । 
তাঁর অভিযোগ আশিস মিশ্রকে আসলে মোদি সরকার আড়াল করার চেষ্টা করছে। 
মেহেবুবার আরও অভিযোগ বিজেপি ভোটব্যাঙ্কের কে লক্ষ্যই হল মুসলিমদের নিশানা করা। 
তবে শুধু মেহেবুবাই নন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও আরিয়ানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে  দিয়েছেন । তিনি বলেন শাহরুখ খানের পরিবারের সঙ্গে অন্যায় করা হচ্ছে।  
 
উল্লেখ্য গত শনিবার  মাদক কাণ্ডে গোয়ার একটি প্রমোদ তরী থেকে আটক  হন আরিয়ান এবং তাঁর ৬ জন সঙ্গী।টানা ১৬ ঘন্টা জেরার পর তাঁকে রবিবার গ্রেফতার করে নারকোটিক্স কনট্রোল ব্যুরো।
আজ সোমবার আরিয়ানের জামিনের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা কিছুটা সময় চান আদালতের কাছে।তার জন্য পিছিয়ে দেওয়া হয় শুনানি। বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে মুম্বই সেশন আদালত। 
উল্লেখ্য সাত দিন এনসিবি হেফাজতে থাকার পর গত বৃহস্পতিবার মুম্বইয়ের আদালত আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজত দেয়। পাশাপাশি শাহরুখ পুত্রের আইনজীবী সতীশ মান্ধানি অন্তর্বর্তী জামিনের আবেদন জানান।   


                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদবীতে খান বলেই আরিয়ানের বিরুদ্ধে এত সক্রিয়তা অভিযোগ মেহেবুবা মুফতির

আপডেট : ১১ অক্টোবর ২০২১, সোমবার
পুবের কলম ওয়েবডেস্কঃ “খান পদবী বলেই আরিয়ানের এত হেনস্থা”বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক কান্ডে গ্রেফতারি নিয়ে এবার সরব হলেন জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সুপ্রিমো মেহেবুবা মুফতি। 
 
সরাসরি আরিয়ানের নাম না করে মেহেবুবা বলেন মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্যই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো একটি ২৩ বছরের ছেলের বিরুদ্ধে এত সক্রিয়। 
 
যেহেতু পদবীতে খান রয়েছে তাই বিচারের নামে প্রহসন চলছে। পাশাপাশি মেহেবুবা লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর প্রসঙ্গ   তুলে ধরেন । 
তাঁর অভিযোগ আশিস মিশ্রকে আসলে মোদি সরকার আড়াল করার চেষ্টা করছে। 
মেহেবুবার আরও অভিযোগ বিজেপি ভোটব্যাঙ্কের কে লক্ষ্যই হল মুসলিমদের নিশানা করা। 
তবে শুধু মেহেবুবাই নন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও আরিয়ানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে  দিয়েছেন । তিনি বলেন শাহরুখ খানের পরিবারের সঙ্গে অন্যায় করা হচ্ছে।  
 
উল্লেখ্য গত শনিবার  মাদক কাণ্ডে গোয়ার একটি প্রমোদ তরী থেকে আটক  হন আরিয়ান এবং তাঁর ৬ জন সঙ্গী।টানা ১৬ ঘন্টা জেরার পর তাঁকে রবিবার গ্রেফতার করে নারকোটিক্স কনট্রোল ব্যুরো।
আজ সোমবার আরিয়ানের জামিনের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা কিছুটা সময় চান আদালতের কাছে।তার জন্য পিছিয়ে দেওয়া হয় শুনানি। বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে মুম্বই সেশন আদালত। 
উল্লেখ্য সাত দিন এনসিবি হেফাজতে থাকার পর গত বৃহস্পতিবার মুম্বইয়ের আদালত আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজত দেয়। পাশাপাশি শাহরুখ পুত্রের আইনজীবী সতীশ মান্ধানি অন্তর্বর্তী জামিনের আবেদন জানান।