১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করণদিঘিতে পিটিয়ে খুন মানসিক ভারসাম্যহীন মুসলিম যুবক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 6

নিজস্ব প্রতিনিধি,  উত্তর দিনাজপুরের করণদিঘিতে পিটিয়ে খুন মানসিক ভারসাম্যহীন মুসলিম যুবক। মৃতের নাম জামিরুদ্দিন (২২)। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হলে, সেখানেই মৃত্যু হয় তার। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চোর সন্দেহে জামিরুদ্দিনকে পিটিয়ে খুন করা হয়েছে।

ওই যুবককে এলাকায় ইতস্তত ভাবে ঘুরতে দেখে চোর সন্দেহ করে  স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। তারাই ঘিরে ধরে ওই যুবককে। তার পর শুরু হয় বেধড়ক মারধর। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই  মৃত্যু হয় যুবকের।

গোটা ঘটনা জানিয়ে বিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয় মৃতের পরিবার। পুলিশ ঘটনায় যুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে।  অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে অনড় মৃতের পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লাহুতারা লাগোয়া খোঁচাবাড়ি গ্রামের বাসিন্দা জমিরউদ্দিন মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছিলও। বাড়ির লোক ও প্রতিবেশীরা মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়াত জমিরুদ্দিন।

এইভাবেই  মঙ্গলবার রাতে খোঁচাবাড়ি থেকে পাঁচ  কিলোমিটার দূরে কামাত গ্রামে  চলে যায় সে।

অপরিচিত মুখ দেখেই গ্রামের লোক তাকে ভেবে নেয় সে চোর। তার পরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সানা আখতার বলেন, ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করণদিঘিতে পিটিয়ে খুন মানসিক ভারসাম্যহীন মুসলিম যুবক

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

নিজস্ব প্রতিনিধি,  উত্তর দিনাজপুরের করণদিঘিতে পিটিয়ে খুন মানসিক ভারসাম্যহীন মুসলিম যুবক। মৃতের নাম জামিরুদ্দিন (২২)। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হলে, সেখানেই মৃত্যু হয় তার। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চোর সন্দেহে জামিরুদ্দিনকে পিটিয়ে খুন করা হয়েছে।

ওই যুবককে এলাকায় ইতস্তত ভাবে ঘুরতে দেখে চোর সন্দেহ করে  স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। তারাই ঘিরে ধরে ওই যুবককে। তার পর শুরু হয় বেধড়ক মারধর। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই  মৃত্যু হয় যুবকের।

গোটা ঘটনা জানিয়ে বিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয় মৃতের পরিবার। পুলিশ ঘটনায় যুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে।  অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে অনড় মৃতের পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লাহুতারা লাগোয়া খোঁচাবাড়ি গ্রামের বাসিন্দা জমিরউদ্দিন মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছিলও। বাড়ির লোক ও প্রতিবেশীরা মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়াত জমিরুদ্দিন।

এইভাবেই  মঙ্গলবার রাতে খোঁচাবাড়ি থেকে পাঁচ  কিলোমিটার দূরে কামাত গ্রামে  চলে যায় সে।

অপরিচিত মুখ দেখেই গ্রামের লোক তাকে ভেবে নেয় সে চোর। তার পরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সানা আখতার বলেন, ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।