পারদ পতন শুরু, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমবে কলকাতায়

- আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 5
পুবের কলম প্রতিবেদক: দোরগোড়ায় শীত। আজ থেকে পশ্চিমের জেলায় নামবে পারদ। রবিবার থেকে কলকাতায় তাপমাত্রা কমবে। রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে আগামী সপ্তাহে। রবিবার থেকে চার-পাচ দিন কুড়ির নিচে থাকবে কলকাতার পারদ। দু’একদিন আঠারের কাছাকাছি নামতে পারে তাপমাত্রা। কার্যত কলকাতায় সকাল সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে।
শুক্রবার দুপুরের পর থেকে কলকাতা-সহ শহরতলির আকাশ আংশিক মেঘলা ছিল। যদিও নভেম্বরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শীত পড়ার সম্ভাবনা কার্যত থাকে না। তবে হাওয়ায় শিরশিরানি অনুভূত হতে পারে ভোরের দিকে। সাধারণত, রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে তবেই বলা যায় শীত পড়েছে।
সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে পুরোপুরি শীত পড়তে পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে। সাধারণত ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে তারমাত্রার অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। পরবর্তী এক মাস এরকমই চলে। অর্থাৎ ১৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমের দিকে থাকবে।