২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
গরম নিয়ে বিশেষ সতর্কতা জারি হাওয়া অফিসের

চামেলি দাস
- আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
- / 23
পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি সতর্কবার্তা জারি হল। পশ্চিমবঙ্গে ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছতে পারে। ৩০ এপ্রিল বিকেল ৩টা নাগাদ সম্ভাব্য হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট। আবহাওয়া দফতর থেকে জনসাধারণকে সতর্ক করা হল। ওই সতর্ক বার্তায় বলা হয়েছে,আবহাওয়া দফতর ও স্বাস্থ্য দফতরের সম্মিলিত গবেষণায় জানা গেছে, ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বিকেল ৩টার পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। যার ফলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জেলাগুলি হল, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া ও কলকাতা শহরের কিছু অংশ।