চলতি সপ্তাহে কদিন বন্ধ মেট্রো! জেনে নিন আগেভাগেই
- আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্কঃ মঙ্গল– বুধ– বৃহস্পতিবার—এই তিন দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সফটওয়্যার আপগ্রেডেশন এবং ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পথের কমিশন অফ রেলওয়ে সেফটি-র (সিআরএস) পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন। আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেন– ‘আগামী ১৫ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সফটওয়্যার ‘আপগ্রেডেশন’ এবং পরীক্ষা করে সেটা বসানো হবে। সেই সঙ্গে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পথের ১৬ এবং ১৭ মার্চ সিআরএস পরীক্ষা হবে। সিআরএস পরীক্ষায় এই দুটি স্টেশনের মাঝে গোটা পথটি পায়ে হেঁটে পরীক্ষা করা ছাড়াও খুঁটিয়ে দেখা হবে সিগন্যাল ব্যবস্থা-সহ অন্যান্য প্রয়োজনীয় খুঁটিনাটি। এই কারণেই ওই তিনদিন সকাল থেকে রাত পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ মার্চ থেকে ফের স্বাভাবিক পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত বাণিজ্যিকভাবে চালু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত পথটিতে ইতিমধ্যেই ট্রেন চালিয়ে পরীক্ষা করেছেন কর্তৃপক্ষ। তৈরি শিয়ালদহ প্ল্যাটফর্ম এবং ট্রেন চলাচলের জন্য অন্যান্য পরিকাঠামো। মেট্রো কর্তৃপক্ষের আশা– সিআরএসের সবুজ সঙ্কেত মিললেই মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতেই চালু করা যাবে এই পথে মেট্রো পরিষেবা। এতে এতে বহু মানুষ যানজট থেকে বাঁচতে পারবে বলে জানিয়েছেন মেট্রোযাত্রীরা।
শিয়ালদহ মেট্রো চালু হলে দুই দিক থেকে যাত্রীরা নামতে পারবেন। মেট্রো আধিকারিকরা জানাচ্ছেন যে– শিয়ালদহ স্টেশনে অন্যান্য পাঁচ স্টেশনের তুলনায় অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। চলন্ত সিঁড়ির পাশাপাশি স্টেশনের যাত্রীদের সুবিধার জন্য একটি লিফটের ব্যবস্থাও থাকবে। প্লার্টফর্ম ও রেল লাইনের মধ্যে একটি স্ক্রিন দরজা থাকবে। প্লার্টফর্মে রেল প্রবেশের পরই স্ক্রীন দরজা টি খুলে যাবে। রেল লাইনে কেউ আত্মহত্যা করতে না পারে তার জন্য এই বিশেষ ব্যবস্থা।