রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো, ইংরেজি বর্ষবরণের ভিড়ের সামাল দিতেই এই সিদ্ধান্ত

- আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্কঃ বর্ষবরণের ভিড় সামাল দিতে রবিবার শহরে সকাল থেকেই মিলবে মেট্রো। শহর জুড়ে ভিড় হওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল আধিরকারিকরা। রবিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা।
সূত্রের খবর অনুসারে, রবিবার মোট ১৮৮ ট্রেন চলবে। এর ফলে মেট্রোর সময়সূচিতেও খানিক বদল হয়েছে বলেই খবর।
১ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে দিনের প্রথম মেট্রো সকাল ৯টার বদলে ৬টা ৫০ মিনিটে ছাড়বে।
২ দমদম থেকে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে যাওয়া মেট্রো সকাল ৯টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে ছাড়বে।
৩ দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।
৪ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়া দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে (গ্রিন লাইন) রবিবার কোনও মেট্রো না চললেও শুধু রবিবারের জন্য ৪৪টি মেট্রো চালানো হবে। ৩০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।
১ গ্রিন লাইনে শিয়ালদহ এবং সেক্টর ফাইভ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়
২ ওই দুই স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩০ মিনিটে।