১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাকারদের কবলে মন্ত্রী বাবুল সুপ্রির হোয়াটসঅ্যাপ

ইমামা খাতুন
  • আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্কঃ হ্যাকারদের কবলে রাজ্যের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সাইবার হানার শিকার মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজেই সে কথা হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে জানালেন বাবুল। কিন্তু, কী ভাবে হ্যাক করা হল বালিগঞ্জের বিধায়কের নম্বর? এই প্রসঙ্গে বিধায়ক নিজে জানিয়েছেন, প্রথমে একটি ভুয়ো লিংক পাঠানো হয় মন্ত্রীর হোয়াটসঅ্যাপে। সেই লিংকে ক্লিক হতেই নিজে থেকেই মন্ত্রীর কনট্যাক্ট লিস্টে থাকা প্রায় ১৫০ থেকে ২০০ জনের নম্বরে মেসেজ চলে যায়। অজান্তেই এমন কাণ্ড ঘটে বলে খবর। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁর নম্বর সাইবার হ্যাকারদের কবলে চলে যায়। কিছু একটা বিপত্তি ঘটছে বুঝতে পেরে তিনি মোবাইল ফোন সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেন। কিন্তু, ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে।

এরপর মন্ত্রী নিজের কমপিউটারের সাহায্যে ফোন রিসেট করে ফের একবার অন করেন। অথচ তখনও হোয়াটসঅ্যাপে ওই ভুয়ো লিংক একাধিক মানুষের নম্বরে পৌঁছে গিয়েছিল। গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন বাবুল সুপ্রিয়। যাদের কাছে ততক্ষণে মেসেজ চলে গিয়েছিল, তাঁদের প্রত্যেককে সতর্ক করতে বাবুল নিজের হোয়াটসঅ্যাপ থেকেই একটি স্টেটাস বার্তা দেন। এরপরই বিষয়টি জানাজানি হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হ্যাকারদের কবলে মন্ত্রী বাবুল সুপ্রির হোয়াটসঅ্যাপ

আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হ্যাকারদের কবলে রাজ্যের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সাইবার হানার শিকার মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজেই সে কথা হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে জানালেন বাবুল। কিন্তু, কী ভাবে হ্যাক করা হল বালিগঞ্জের বিধায়কের নম্বর? এই প্রসঙ্গে বিধায়ক নিজে জানিয়েছেন, প্রথমে একটি ভুয়ো লিংক পাঠানো হয় মন্ত্রীর হোয়াটসঅ্যাপে। সেই লিংকে ক্লিক হতেই নিজে থেকেই মন্ত্রীর কনট্যাক্ট লিস্টে থাকা প্রায় ১৫০ থেকে ২০০ জনের নম্বরে মেসেজ চলে যায়। অজান্তেই এমন কাণ্ড ঘটে বলে খবর। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁর নম্বর সাইবার হ্যাকারদের কবলে চলে যায়। কিছু একটা বিপত্তি ঘটছে বুঝতে পেরে তিনি মোবাইল ফোন সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেন। কিন্তু, ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে।

এরপর মন্ত্রী নিজের কমপিউটারের সাহায্যে ফোন রিসেট করে ফের একবার অন করেন। অথচ তখনও হোয়াটসঅ্যাপে ওই ভুয়ো লিংক একাধিক মানুষের নম্বরে পৌঁছে গিয়েছিল। গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন বাবুল সুপ্রিয়। যাদের কাছে ততক্ষণে মেসেজ চলে গিয়েছিল, তাঁদের প্রত্যেককে সতর্ক করতে বাবুল নিজের হোয়াটসঅ্যাপ থেকেই একটি স্টেটাস বার্তা দেন। এরপরই বিষয়টি জানাজানি হয়।