পুবের কলম প্রতিবেদকঃ ১৩ ফেব্রুয়ারি মীর আফসার আলির জন্মদিন। এ দিন তিনি ৫০ বছরে পা দিলেন। রেডিও জকি, অভিনেতা, কমেডি শোয়ের সঞ্চালক-সহ একাধিক দায়িত্ব সামলেছেন। কিন্তু তাও আজও মনের গোপনে কোন জিনিস নিয়ে ভয় পান তিনি?
একটা সময় মীর মানেই সকাল সকাল বেসরকারি একটি রেডিও চ্যানেলে তাঁর গলা শুনতে পাওয়ার অভ্যাস ছিল অনেকেরই। বর্তমানে সেই রেডিও ছেড়ে তিন বছর কাটিয়ে দিয়েছেন তিনি। এখন নিজের মতো কাজ করেন। তাও কি রেডিওকে মিস করেন? এই বিষয়ে এদিন তিনি একটি সাক্ষাৎকারে জানান, “একটা সময় মনে হতো আমি আর রেডিও একে অন্যের পরিপূরক। নিজেকে ভাবতেই পারতাম না রেডিও ছাড়া। নিজের মতো কাজ করছি। ভালো আছি বেশ। এটা কীভাবে হল জানি না।”
কিন্তু হুট করে কেন ২৮ বছরের রেডিও জকির চাকরি ছাড়েন তিনি? এই বিষয়ে তিনি জানিয়েছেন যে তিনি আর কারও কাছে জবাবদিহি করতে চাইছিলেন না। নিজের মতো কাজ করতে চাইছিলেন।
৫০ বছরে এসেও একটা জিনিসেই দারুণ ভয় পান মীর। কী সেটা? তাঁর কণ্ঠ হারানোর। অভিনেতার কথায়, ” আমার অন্যতম সম্পদ আমার গলার স্বর। যদি সেই স্বর কখনও হারিয়ে যায়, তখন? আমি শেষ হয়ে যাব। সেটা নিয়েই আমি ভয় পাই অবচেতনেও।”
তবে কঠিন সময়েও তিনি তাঁর মেয়ের মুখের দিকে তাকিয়ে ভালো থাকেন বলেই এদিন জানান মীর। তিনি যেমন সবাইকে হাসান, তেমন তাঁর মেয়েই তাঁর কাছে খুশি থাকার অর্থ।
জীবনের ৫০ বছর কাটিয়ে মীরের উপলব্ধি, ‘এই নেতিবাচকতা, কূটকচালির মধ্যে কাউকে হাসাতে পারলে সেটার তৃপ্তি, আনন্দ অনেক বেশি। এর থেকে প্রাপ্তি আর কিছুই হতে পারে না। এত মানুষকে আনন্দ দিতে পেরেছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি সবটাই আমার পেশার জন্য।’
প্রসঙ্গত দর্শকরা মীর আফসার আলিকে শেষবার দেখেছেন বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে। সেখানে তিনি গুরমুখ রাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।