আগামী জুন মাসে আমেরিকা সফরে যাচ্ছে মোদি, নৈশভোজের আয়োজনে জো বাইডেন

- আপডেট : ১১ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 17
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিলের সঙ্গে ‘রাষ্ট্রীয় নৈশাহার’- এ যোগ দেবেন তিনি। বুধবার এই সফরের কথা জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২২ জুন প্রধানমন্ত্রী আমেরিকা যাবেন। তবে মোট ক’দিনের সফর এবং খুঁটিনাটি এখনও চূডান্ত হয়নি। এই প্রসঙ্গে বিবৃতিটি জারি করেছে ভারত সরকারও। জানানো হয়েছে প্রযুক্তি, বাণিজ্য শিল্পী এবং একাধিক ক্ষেত্রে আলোচনার জন্য দুই দেশের রাষ্ট্রপ্রধানরা মুখোমুখি বসবেন। মোদির সফরকালে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন জো বাইডেন এবং তাঁর স্ত্রী, জিল বাইডেন। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মধ্য প্রাচ্যের দেশগুলিতে গত কয়েক বছরে চিনের প্রভাব বেড়েছে। এই প্রভাব কী ভাবে শেষ করা যায়, সেই নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।