রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

- আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
- / 36
পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। কলকাতা-সহ বাংলার জেলায় জেলায় রামনবমী উপলক্ষে বের হয়েছে মিছিল। প্রশাসনের তরফে রামনবমী নিয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় রয়েছে পুলিশি নজরদারি ও টহল। রামনবমী উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে বাংলার মানুষকে শান্তিপূর্ণভাবে রামনবমী পালনের বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, “সকলকে রামনবমীর শুভেচ্ছা। সকলের কাছে আমার আবেদন শান্তি, সম্প্রীতি এবং উন্নতি ধারা বজায় রাখুন। আমি চাই সবাই শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুক।”
Greetings to all on the auspicious occasion of Ram Navami.
I appeal to all to maintain and uphold the values of peace, prosperity and development of all.
I wish the celebration of the Ram Navami all success, in a peaceful manner.
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2025
রামনবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলনেতা রাহুল গান্ধিও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। রবিবার সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সকলকে রামনবমীর শুভেচ্ছা। আমাদের সকল পদক্ষেপে প্রভু রামের আশীর্বাদ সঙ্গে থাক।” রামনবমীর দিনই দেশের প্রথম উল্লম্ব রেল সেতু পম্বনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত এই রেল সেতু। পম্বন সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট রেল ব্রিজ। যা প্রয়োজনে নিজেই নিজেকে ওপরে তুলতে পারে। এরফলে বিশাল জাহাজ সমুদ্রপথে নির্বিঘ্নে পার হতে পারবে। সোশাল মিডিয়ার পোস্টে সে কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Ram Navami greetings to everyone! May the blessings of Prabhu Shri Ram always remain upon us and guide us in all our endeavours. Looking forward to being in Rameswaram later today!
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এক্স হ্যান্ডলে কংগ্রেস নেতার বার্তা, “সকলকে রামনবমীর শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক।”
आप सभी को रामनवमी की हार्दिक शुभकामनाएं।
यह पावन पर्व आप सभी के जीवन में सुख, शांति और समृद्धि लेकर आए। pic.twitter.com/zoDNk0HUpv
— Rahul Gandhi (@RahulGandhi) April 6, 2025