পঞ্চায়েতের আগেই রাজ্যে মোদি-শাহ-নাড্ডা

- আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে তিন জায়গায় সভা করবেন তাঁরা।
ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে করবেন সম্পর্ক যাত্রাও। যা নিয়ে তৃণমূল কটাক্ষ করে বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘নবজোয়ার যাত্রা’ দেখে ভয় পেয়ে গিয়েছে বিজেপি। তাই বাংলায় বিজেপিকে অক্সিজেন দিতে আসতে হচ্ছে মোদি-শাহ-নাড্ডার মতো নেতাদের। বিজেপির এই তিন মহারথীর বঙ্গ সফরে আসার খবর জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তবে কবে, কোথায় তাঁরা সভা করবেন তা বিস্তারিত জানা যায়নি। সুকান্ত জানান, ‘উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে তিন জায়গায় সভা করবেন তাঁরা। কবে কোথায় এই সভা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিজেপির মহাজনসম্পর্ক অভিযান। ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। এর মধ্যে ২০ জুন থেকে ১০ দিন চলবে গৃহসম্পর্ক অভিযান। তৃণমূল তাদের নবজোয়ার কর্মসূচিতে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগকে সামনে আনছে। তার পাল্টা হিসাবে মহাজনসম্পর্ক ও গৃহসম্পর্ক অভিযান কর্মসূচিতে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলিকে তুলে ধরবে বিজেপি।